বর্তমানে স্মার্টফোন ছাড়া একটি দিনও অতিক্রান্ত করা সম্ভব নয়। আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন হয়ে উঠেছে এক অপরিহার্য জিনিস। ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন আমাদের নিত্য সঙ্গী। স্মার্টফোনে থাকে আমাদের যাবতীয় দরকার অদরকারী তথ্য। তাই সকলেই চান নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে। আর এর জন্য স্মার্টফোনে সকলেই দিতে ভোলেন না পাসওয়ার্ড।
এর মাধ্যমে আর পাঁচ জনের থেকে নিজের গুরুত্বপূর্ণ জিনিসটিকে নিরাপদে রাখাই পাসওয়ার্ডের আসল উদ্দেশ্য। কিন্তু কোনো কোনো সময় পাসওয়ার্ডের আড়ালে লুকিয়ে রাখা স্মার্টফোনের এই জাল আমরা নিজেরা ছিন্ন করতে পারি না। কোনো কোনো সময় অনেকেই তাদের নিজেদের মোবাইলের পাসওয়ার্ড ভুলে যান। এর ফলে পড়তে হয় সমস্যায়।
তবে আজকের প্রতিবেদনে রইল এমন এক টোটকা যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলেও তা খুলতে পারবেন। প্রথমে আপনার প্যাটার্নটি মনে থাকলে একবার চেষ্টা করুন। কারণ ফ্যাক্টরি রিসেট করলে ফোনে সমস্ত তথ্য উড়ে যেতে পারে। ডেটাগুলি হারাতে না চাইলে প্রথমে তাই করতে হবে। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্ভিস গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে।
তবে স্মার্টফোনের প্যাটার্ন ভুলে গেলে অন্য অ্যাকাউন্ট থেকে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন। এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্চ করে আপনার মোবাইলটি আনলক করুন। স্যামসাং-এর স্মার্টফোন হলে https:/findmymobile.samsung.com/login এ গিয়ে স্যামসাং অ্যাকউন্ট দিয়ে লগ ইন করুন। এরপর লক মাই স্ক্রিনে ক্লিক করে স্মার্টফোন আন লক করুন।
এছাড়া পাঁচ বার ভুল প্যাটার্ন দিলে ৩০ সেকেন্ড পর একটি মেসেজ দেখতে পাবেন। মেসেজটি হোম বাটনের পাশে আলতে চাপুন। এরপর ফরগট প্যাটার্ন অপশন আসবে। এরপর গুগল অ্যাকাউন্টের বিবরণ লিখলে একটি ইমেইল পাবেন। এর মাধ্যমে লগ ইন করে ফোনে নতুন প্যাটার্ন সেভ করুন। শেষ উপায় হল ফ্যাক্টরি রিসেট। এর মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা সমস্ত ডেটা মুছে যাবে। তবে স্মার্টফোনটি ফের নতুন ভাবে সাজিয়ে নিতে পারবেন।
Leave a Reply