আমাদের দেশে ব্যাঙ্কিং পরিষেবা পেতে গেলে এখন বাধ্যতামূলকভাবে প্যান কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। সমস্ত ব্যাঙ্কেই নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা অন্যান্য আরও একাধিক কাজে প্যান কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপনি কি ভাবছেন একটি জায়গায় দু’টি প্যান কার্ড বানাবেন! অনেকের মাথায় এমন চিন্তা আসতে পারে। ট্যাক্স ফাঁকি দেওয়ার এটি একটি মোক্ষম হাতিয়ার। কিন্তু যা ভাবা যা তা বাস্তবে করা যায় না।
আবার অনেকে ভাবতে পারেন বহুদিন আগে প্যানকার্ড বানানো হয়েছে তাই নতুন করে আরেকটি বানানো যাক। এমনটা করাও ভুল ও আইনত অপরাধ। কারণ ভারতের মতন দেশে একজন ব্যক্তির একটিই প্যান কার্ড হতে পারে। প্যান কার্ড ইচ্ছে মতন বানানো যায় না। ধরুন কারোর দু’টি প্যানকার্ড আছে তবে তাকে কি সমস্যার সম্মুখীন হতে হবে! ব্যাঙ্ক কোনোভাবে বুঝতে পারে অ্যাকাউন্ট ফ্রীজ হয়ে যেতে পারে। এরফলে ব্যাঙ্কের মাধ্যমে কোনোরকম লেনদেন করতে পারবেন না।
এছাড়া দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। সামান্য একটি ভুলের জন্য হাজার হাজার টাকা গুণতে হবে। আর তাছাড়া রয়েছে চরম হেনস্তা। একের বেশি প্যান কার্ড বানালে তার জন্য শাস্তি হতে পারে। একটির বেশি প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। একটির বেশি প্যান কার্ড থাকলে তবে কি করবেন! প্রথমে প্যান সমর্পণের জন্য আবেদন করতে হবে আয়কর দপ্তরে। এর জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিলে কিংবা আইটি ফাইল যারা করেন তাদের কাছে পরামর্শ নিলে আরও ভালো।
চাইলে নিজেই করতে পারেন সেই ফাইল। তার জন্য incometaxindia.gov.in ওয়েব সাইটে লগ ইন করে নতুন প্যান কার্ড/পরিবর্তনের জন্য অনুরোধ বা প্যান ডেটা সংশোধন অপশনে ঢুকে একটি ফর্ম রয়েছে সেটি ডাউনলোড করে ভরতে হবে। এরপর সেই ফর্মটি যে কোনও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড অফিসে জমা করতে হবে। এরপর আপনি হবেন চিন্তামুক্ত।
Leave a Reply