ভোজপুরী ইন্ডাস্ট্রির রাজা ও রানী হল দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ও আম্রপালি। ফের একবার তাদের কেমিস্ট্রিতে মনজুড়ালো ভক্তদের। আম্রপালি ও ‛নিরাহুয়া’ কে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কাড়ে দর্শকদের। এমনকি তাদের গানগুলো যেমনই জনপ্রিয় তার চেয়েও বেশি জনপ্রিয় হলেন তারা দুজনে। তাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা যে অগুনতি তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।
তাদের কেমিস্ট্রি যতবারই স্ক্রিনে আসে ততবারই যেন আলোড়ন সৃষ্টি করে। সম্প্রতি আম্রপালি (Amrapali Dubey) ও নিরাহুয়ার একটি পুরোনো গান বেশ ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। এই গানটিতেও প্রতিবারের মতো এবারেও তাদের কেমিস্ট্রি মনে ধরেছে নেটিজেনদের।
- Movie: Nirahua Hindustani
- Cast: দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Story: ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে, আম্রপালির বুকে আরশোলা ঢুকে গেছে। যারফলে সে ঘুমাতে পারছে না। আর তাই সে দীনেশকে ডাকছে। ওদিকে দীনেশ ঘুমাচ্ছে। গানের মাধ্যমে আম্রপালি দীনেশকে তার অবস্থা বোঝাচ্ছে। এসবের মাঝেই দুজনের একান্ত মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। মাঝে মধ্যে আম্রপালিকে বেশ রোম্যান্টিক মুডেও দেখা গিয়েছে। ভিডিওতে আম্রপালির ভারী দেহের একাধিক শরীরী ভাঁজ আরও যেন বেশি করে সবাইকে আকৃষ্ট করেছে।
https://www.youtube.com/watch?v=hKwWrlO573M
- Youtube Channel: Nirahua Music World নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
- Views: ৯ বছর আগের পুরোনো এই ভিডিও ১১১মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ৯৮ হাজার মানুষ।
Leave a Reply