যদি আমরা উত্তেজনা বর্ধনকারী সুপার বাইকের কথা বলি তাহলে ‘KTM Super Duke’এর নাম আসে প্রথম দিকেই। প্রথম ২০০৫ সালে তারা নিয়ে এসেছিল ‘990 Super Duke’ এবং ২০১৪ সালে তারা নিয়ে আসে ‘1290 Super Duke’। পরবর্তী সময় থেকে এই বাইকে মূলত অফার করা হয়েছিল আগ্রাসী শক্তি এবং আকর্ষণীয় ডিজাইন। যদিও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
কারণ, ‘BMW’ এবং ‘Ducati’ নিয়ে এসেছে ২০০ হর্সপাওয়ারের স্ট্রিট ফাইটার। যা ‘KTM’ কে রীতিমতো প্রতিযোগিতায় ফেলেছিল। তাইতো এই বাইকের লেভেল পরিবর্তন করার প্রয়োজনীয়তা তৈরি হয়। সেই দিকটিকে মাথায় রেখে খুব শীঘ্রই তারা তাদের পরবর্তী প্রজন্মের ‘সুপার ডিউক’ আনতে চলেছে। আসলে ‘1290 Super Duke’ আগ্রাসী লুক যোগ করা হয়েছিল, তবে সেটি খুব বেশি মানুষদের আকৃষ্ট করতে পারেনি।
তাইতো খুব শীঘ্রই তারা একটি বাইক আনতে চলেছে, সেখানে আরো উচ্চমাত্রায় আগ্রাসন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। নতুন প্রজন্মের এই বাইকটির নাম হবে ‘1390 Super Duke’। যেখানে একদিকে যেমন দুর্দান্ত পারফরম্যান্স থাকবে, তেমনই এর ডিজাইন হবে ভীষণই আকর্ষণীয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই বাইকের বেশ কিছু ডিজাইনে পরিবর্তন দেখা যাবে।
যেমন এতে থাকবে বিভক্ত হেডল্যাম্প, এলইডি ডিআরএল, কার্ভি টেইলল্যাম্প, এলইডি ইন্ডিকেটর। এছাড়া এই বাইকের দুটি রঙের অপশনও দেওয়া হবে। যেগুলি হলো কালো-কমলা এবং নীল-কমলা। যেহেতু সংস্থার তরফ থেকে এখনো কিছু অফিসিয়ালভাবে জানানো হয়নি, তাই আপাতত এই বাইক সম্পর্কে জানতে অপেক্ষা করতে হবে বাইকপ্রেমীদের।
Leave a Reply