September 30, 2023, 8:34 am
স্যামসাং-এর একটি নতুন মডেল হল Samsung Galaxy A54 5G। এটি চলতি বছরে লঞ্চ করা হয়েছে। বর্তমানে স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি স্মার্টফোনের দাম ৩৮,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা। এবার এই মডেলের কয়েকটি রঙের বিকল্প নিয়ে হাজির হতে চলেছে সংস্থা।
বর্তমানে ভারতের বাজারে এই মডেলের তিনটি রঙের বিকল্প রয়েছে আর তা হল Awesome Lime, Awesome Violet এবং Awesome Graphite। নতুন রঙে লঞ্চ হতে পারে এই মডেল। তবে সেই মডেলের দামের কোনো পরিবর্তন হবে কিনা তা অনেকেরই নিশ্চিত নয়। যদিও মনে করা হচ্ছে সামনেই উৎসবের মরশুমে নতুন রঙের এই মডেল বাজারে আসতে পারে।
তবে অনেকেই প্রত্যাশা করে রয়েছেন সাদা রঙটির জন্য যা এই স্মার্টফোনের একটি আকর্ষণীয় ভ্যারিয়েন্ট। তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে Samsung Galaxy A54 5G স্মার্টফোনে। ডিভাইসে রয়েছে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ১০০০ নিটস্ ব্রাইটনেস রয়েছে। এতে প্রসেসর রয়েছে Exynos ১৩৮০।
স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৩২ মেগাপিক্সেল। ডিভাইসে ব্যাটারি রয়েছে ৫০০০ এমএএইচ যা ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট সমর্থন করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করে। ডিভাইসের নিরাপত্তার জন্য এতে রয়েছে গরিলা গ্লাস ৫। যদিও মোবাইলের লঞ্চে দিন প্রকাশিত হয়নি তবে তা আর বেশি দেরি নেই।
#রপগণ #সবতই #ল #জবব #বজর #কপত #লঞচ #হল #Samsung #Galaxy #A54 #সমরটফন #দম #কত #Newshost24 #Safar
Leave a Reply