কাছেপিঠে আসাযাওয়ার সুবিধার জন্য অনেকেই বাড়িতে নিজেদের দুই চাকা গাড়ি রাখেন। আজকের প্রতিবেদনে রইল এমনই একটি গাড়ির সন্ধান যা সাহায্য করবে বাড়ির কাছে কোথাও দ্রুত যাওয়ার জন্য। আর সেই স্কুটার হল Hero Electric Flash E2। এটি একটি বৈদ্যুতিক স্কুটার। স্কুটারটি চালাতে গেলে কোনোরকম লাইসেন্স লাগবে না। এটি স্কুটারের অন্যতম সুবিধা।
এছাড়া স্কুটারটি অনেক কম দামে পাওয়া যাবে। ৪ থেকে ৫ ঘন্টা চার্জ দিলে স্কুটারটি সম্পূর্ণ চার্জ হয়। স্কুটারে রয়েছে ৪৮V ও 28Ah ব্যাটারি প্যাক। স্কুটারটি সর্বোচ্চ ২৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। সম্পূর্ণ চার্জে সহজেই গাড়িটি ৬৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। Gemopai একটি নতুন স্কুটার নিয়ে হাজির হয়েছে যেটিতে লাগবে না কোনোরকম লাইসেন্স।
আর সেই স্কুটারটি হল Gemopai miso। এতে রয়েছে ৪৮V ১kw লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার। এটি দেখতে শুধু সুন্দর নয়, পারফর্মেন্সও দুর্দান্ত। একবার চার্জ দিলে এটি ৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। আরেকটি দুর্দান্ত স্কুটার হল Okinawa lite।
এটি চালাতেও কোনোরকম লাইসেন্সের প্রয়োজন নেই। স্কুটারে রয়েছে ১.২৫kw লিথিয়াম আয়ন ব্যাটারি ও ২৫০ ওয়াট BLDC বৈদ্যুতিক মোটর। প্রতি ঘন্টায় স্কুটারটি ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। স্কুটারে রয়েছে এলইডি টেল ল্যাম্প, এলইডি ইন্ডিকেটর, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট, স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৫ ঘন্টা।
Leave a Reply