ইলেকট্রিক যানবাহনের দুনিয়ায় ক্রমাগত প্রতিযোগিতা বেড়েই চলেছে। বিভিন্ন সার্টআপ সংস্থাগুলির পাশাপাশি বিদ্যমান সংস্থাগুলিও দুর্দান্ত ফিচারের ইলেকট্রিক যানবাহন এনে চমকে দিচ্ছে গ্রাহকদের। সেই তালিকাতেই যোগ হয়েছে আরো একটি নাম। কারণ, সম্প্রতি ‘ইনুক মোটরস’ নামক একটি সংস্থা একসঙ্গে মোট চারটি ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করেছে। যেগুলির নাম হলো ‘Smart’, ‘Verve’, ‘Pro’, ‘Magna’।
আসুন তাহলে স্কুটারগুলির ফিচার্স সম্পর্কে জেনে নেওয়া যাক-
এতে রয়েছে ৬০V২৮ Ah ব্যাটারীপ্যাক। সাথে ব্যবহার করা হয়েছে ২৫০ ওয়াটের BLDC মোটর। ব্যাটারীটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৩-৪ ঘন্টা। আর সম্পূর্ণ চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতিবেগ থাকে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আসলে স্কুটারগুলি লো-স্পীডের স্কুটার হিসেবেই বাজারে এসেছে।
আরো জানা গিয়েছে স্কুটারগুলি ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। অন্যান্য ফিচার্স যদি দেখি তাহলে এতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, এবিএস সিস্টেম, ১০ ইঞ্চি অ্যালয় হুইল, এলসিডি ডিসপ্লে, জিপিএস, রিয়েল টাইম রাইডিং ইত্যাদি। এছাড়া জিনিসপত্র নেওয়ার জন্য ১৯ লিটার আন্ডারসিট স্টোরেজ দেওয়া হয়েছে।
দাম: মডেলগুলির দাম ৮৯,০০০ টাকা থেকে ৯৯,০০০ টাকা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমানে শুধু হায়দ্রাবাদেই স্কুটারগুলি বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। তবে ধীরে ধীরে গোটা দেশেই সেগুলি পাওয়া যাবে।
Leave a Reply