এবার মাত্র ৫০,০০০ টাকা দিয়ে আপনি কিনে ফেলতে পারবেন জনপ্রিয় বাইক ‘Royal Enfield Classic 350′! দীর্ঘ সময় ধরে বাইক-প্রেমীদের মধ্যে এই বাইকটি নিয়ে কী পরিমাণ উত্তেজনা রয়েছে তা আমরা সকলেই জানি। তবে দাম বেশি হওয়ার কারণে অনেকেই ইচ্ছে থাকলেও বাইকটি কিনতে পারেন না। কিন্তু আর চিন্তা নেই, কারণ আজ আমরা এমন একটি অফারের কথা নিয়ে এসেছি যেখানে খুবই কমদামে আপনারা বাইকটি কিনতে পারবেন।
এতে রয়েছে ২৪৯ সিসির ইঞ্জিন, যা সর্বাধিক ২০.২১ পিএস শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বর্তমানে এই বাইকটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা। তবে এতোগুলো টাকা যদি আপনার কাছে না থাকে তাহলেও চিন্তা নেই। কারণ খুবই কমদামে বাইকটি আপনি কিনতে পারবেন।
কীভাবে? আসলে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে সেকেন্ডহ্যান্ড পণ্য বিক্রি করা হয়। সেরকমই এই বাইকটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।’Bike dekho’ ওয়েবসাইটে এই বাইকের ২০১৬ সালের একটি মডেল তালিকাভুক্ত রয়েছে, যার দাম ৮০,০০০ টাকা। এছাড়াও ২০২০ সালের একটি মডেল রয়েছে যার দাম পড়বে ১.১৭ লক্ষ টাকা।
অন্যদিকে ‘OlX’ ওয়েবসাইটে ২০১৩ সালের একটি মডেল রয়েছে যেটির অবস্থা বেশ ভালো রয়েছে। এটি আপনি কিনতে পারবেন ৫০,০০০ টাকায়। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো আপনারা চাইলে মালিকের সাথে কথা বলে এই দাম আরও খানিকটা কমিয়ে নিতে পারবেন।
Leave a Reply