বাজাজ সংস্থার বাইক সকল বাইকপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি গাড়ি। এটিতে রয়েছে একধিক ফিচার্স ও দুর্দান্ত পারফরম্যান্স যা এটিকে অন্যান্য সব গাড়ির থেকে এটিকে আলাদা করে রাখে। আর সেই কারণে বারংবার এই সংস্থার বিভিন্ন মডেল বাজারে এসে মাতিয়ে দেয় সকলকে। তেমনই সংস্থার একটি জনপ্রিয় গাড়ি হল বাজাজ পালজার। বর্তমানে কম দামে অধিক মাইলেজ দেয় এমন গাড়ির জনপ্রিয়তা রীতিমতো বেড়ে চলেছে। তেমনই এই চাহিদা পূরণ করতে বাজারে এসেছে Bajaj Pulsar RS200।
বাইকে রয়েছে স্পোর্টি লুক। তার সঙ্গে রয়েছে দুর্দান্ত পারফর্মেন্স। তাই অনেকেই বাইকটি কিনতে আগ্রহী হন। বাইকটির এক্স শোরুম মূল্য ১,৭২,৩৫৮ টাকা। গাড়িটির অন রোড মূল্য ২,০২,১৪৭ টাকা। সম্পূর্ণ নগদে কিনতে গেলেও আপনাকে খরচ করতে হবে ২ লক্ষ টাকা। কিন্তু এত টাকা দিয়ে একবারে গাড়িটি কেনা অনেকের কাছে সম্ভব হয় না৷ তাই মাসিক কিস্তির মাধ্যমে কীভাবে গাড়িটি কিনবেন তারই বিস্তারিত আলোচনা করা হল।
মাত্র ২০,০০০ টাকা দিলেই বাইকটি বাড়ি নিয়ে যেতে পারবেন। তার জন্য ব্যাঙ্ক ১,৮২,১৪৭ টাকা লোন ইস্যু করবে। ৯.৭ শতাংশ সুদের হারে প্রতি মাসে দিতে হবে ৫,৮৫২ টাকা। টানা ৩ বছর এই কিস্তি দিতে হবে। ৩৬ মাস পর পরিশোধ হবে সম্পূর্ণ টাকা। তবে গ্রাহক তার সুবিধা মতন কিস্তির সময় বাড়াতে বা কমাতে পারেন। লোন নেওয়ার আগে অবশ্যই সিবিল স্কোর যাচাই করে নিতে হবে।
তবে বাইকে কি কি বৈশিষ্ট্য রয়েছে তা জেনে নেওয়া যাক। বাইকে রয়েছে ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২৪.৫ পিএস শক্তি ও ১৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে থাকছে ৫ স্পীড গিয়ারবক্স। প্রতি লিটার তেলে ৩৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম এটি। সামনে ও পিছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এর সঙ্গে রয়েছে এলইডি লাইট।
Leave a Reply