1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
লাগবে না রিচার্জের টাকা, সম্পূর্ণ ফ্রিতে একমাস পাবেন কলিং সহ ডেটা! বাম্পার অফার দিচ্ছে jio | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 6:11 am

লাগবে না রিচার্জের টাকা, সম্পূর্ণ ফ্রিতে একমাস পাবেন কলিং সহ ডেটা! বাম্পার অফার দিচ্ছে jio | Newshost24 Safar

লাগবে না রিচার্জের টাকা, সম্পূর্ণ ফ্রিতে একমাস পাবেন কলিং সহ ডেটা! বাম্পার অফার দিচ্ছে jio | Newshost24 Safar

লাগবে না রিচার্জের টাকা, সম্পূর্ণ ফ্রিতে একমাস পাবেন কলিং সহ ডেটা! বাম্পার অফার দিচ্ছে jio | Sangbad Safar
লাগবে না রিচার্জের টাকা, সম্পূর্ণ ফ্রিতে একমাস পাবেন কলিং সহ

সস্তার ডেটা প্লানেরই চাহিদা সবথেকে বেশি আর এই সস্তার ডেটা প্ল্যান এর বাজারে জোয়ার এনেছিল মুকেশ আম্বানির সংস্থা jio. বাজারে জিওর প্রবেশের পর থেকেই টেলিকম শিল্পে অনেক পরিবর্তনে এসেছে। তবে বিভিন্ন আনলিমিটেড অফার এর সুবিধা দিয়ে জিও ভারতের টেলিকম কোম্পানির গুলির মধ্যে জনপ্রিয় একটি কোম্পানি হয়ে উঠেছে।

জিও প্রায় প্রতিটি রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কল, ডেটা অফার করে। এবার জিও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুন উপহার। এই সংস্থা এমন একটি অফার এনেছে যেখানে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা। এক টাকাও খরচ করতে হবে না গ্রাহকদের.. বিনামূল্যেই একমাস ফোন করতে পারবেন গ্রাহকরা। আকর্ষণীয় অফারটি কি আপনিও পেতে চান!

এই অফারটি পেতে চান তাহলে আপনাকে জিও ফাইবার কানেকশন নিতে হবে। এটি একটি ব্রডব্যান্ড পরিষেবা। জিও ফাইবারের সাহায্যে আপনি আপনার ঘরে অফুরন্ত উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিও বিভিন্ন ধরনের ফাইবার প্ল্যান লঞ্চ করেছে।

এরমধ্যে রয়েছে মাসিক, ত্রৈমাসিক, ছয় মাসিক এবং বাৎসরিক প্ল্যান। যদি আপনি বারো মাসের রিচার্জ প্ল্যান নেন তাহলে এক মাসের বিনামূল্যে অতিরিক্ত ভ্যালিডিটি পেয়ে যাবেন। ছয় মাসের প্ল্যান দিয়ে রিচার্জ করলে ১৫ দিনের অতিরিক্ত বৈধতা পাবেন।

মূল্য- জিও ফাইবারের বারো মাসের প্লেনের মূল্য ৪৭৭৮ টাকা। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে 360 দিনের বৈধতা পাবেন। ৩০ এমবিপিএস ডাউনলোড এবং ৩০mbps আপলোডিং স্পিড দেওয়া হয় এই প্ল্যানে। এছাড়াও থাকবে বিনামূল্যে ফোন কলস করার সুযোগ।


#লগব #ন #রচরজর #টক #সমপরণ #ফরত #একমস #পবন #কল #সহ #ডট #বমপর #অফর #দচছ #jio #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews