বাজারে আসছে TVs মোটর কোম্পানির নতুন সংস্করণ। আর সেটি হল Apache RTR 160 এবং Apache RTR 180 দু’টি মডেলের নতুন সংস্করণ। ভারতের বাইকপ্রেমীদের কাছে TVs Apache RTR বাইক সবসময় চর্চার বিষয় হয়ে থেকেছে। ভারতের বাজারে এই দু’টি বাইকের নতুন ভার্সন এসেছে বেশ কিছুদিন। বর্তমানে Apache RTR 180 একটি আপডেটেট মডেলের এক্স শোরুম মূল্য ১.৩০ লক্ষ টাকা ও Apache RTR 160 বাইকটির মূল্য ১.১৭ লক্ষ টাকা।
Apache RTR 180 বাইকটিতে রয়েছে ১৭৭.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড ইঞ্জিন। ইঞ্জিনটি ৯০ আরপিএম-এ ১৭.০২ পিএস শক্তি ও ৭০ আরপিএম-এ ১৫.৫ এনএম টর্ক উৎপন্ন করে। ৫ স্পীড গিয়ারবক্স নিয়ে তৈরি এই বাইকটি। নতুন ভার্সনটি ১৬.৭৯ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটির টর্কও একই রয়েছে। এছাড়া রয়েছে আরও একাধিক সুবিধা।
দু’টি বাইকেই রয়েছে নতুন এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটিতে রয়েছে তিনটি রাইডিং মোড। স্পোর্ট, আরবান ও রেইন দেওয়া রয়েছে বাইকে। এই মোডগুলির সাহায্যে এবিএস সেটিংস ও পাওয়ার ডেলিভারিতে পরিবর্তন আনা যায়।
এছাড়া থাকছে ভয়সে এসিস্ট, ওয়াইড ১২০ মিমি রিয়ার টায়ার সহ আরও একাধিক সুবিধা। এর মাধ্যমে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই আপডেটেট ভার্সন। যার কারণে ভারতের বাইক প্রেমীদের কাছে এটি জনপ্রিয়।
Leave a Reply