1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
লুকস থেকে ফিচারস, সবেতেই হিরো! বাইকপ্রেমীদের পাগল করতে আসছে TVS-এর এই দুই তুখোড় বাইক | Newshost24 Safar - Newshost24

September 26, 2023, 9:54 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

লুকস থেকে ফিচারস, সবেতেই হিরো! বাইকপ্রেমীদের পাগল করতে আসছে TVS-এর এই দুই তুখোড় বাইক | Newshost24 Safar

লুকস থেকে ফিচারস, সবেতেই হিরো! বাইকপ্রেমীদের পাগল করতে আসছে TVS-এর এই দুই তুখোড় বাইক | Newshost24 Safar

লুকস থেকে ফিচারস, সবেতেই হিরো! বাইকপ্রেমীদের পাগল করতে আসছে TVS-এর এই দুই তুখোড় বাইক | Sangbad Safar
লুকস থেকে ফিচারস, সবেতেই হিরো! বাইকপ্রেমীদের পাগল করতে আসছে TVS এর

বাজারে আসছে TVs মোটর কোম্পানির নতুন সংস্করণ। আর সেটি হল Apache RTR 160 এবং Apache RTR 180 দু’টি মডেলের নতুন সংস্করণ। ভারতের বাইকপ্রেমীদের কাছে TVs Apache RTR বাইক সবসময় চর্চার বিষয় হয়ে থেকেছে। ভারতের বাজারে এই দু’টি বাইকের নতুন ভার্সন এসেছে বেশ কিছুদিন। বর্তমানে Apache RTR 180 একটি আপডেটেট মডেলের এক্স শোরুম মূল্য .৩০ লক্ষ টাকা ও Apache RTR 160 বাইকটির মূল্য ১.১৭ লক্ষ টাকা।

Apache RTR 180 বাইকটিতে রয়েছে ১৭৭.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড ইঞ্জিন। ইঞ্জিনটি ৯০ আরপিএম-এ ১৭.০২ পিএস শক্তি ও ৭০ আরপিএম-এ ১৫.৫ এনএম টর্ক উৎপন্ন করে। ৫ স্পীড গিয়ারবক্স নিয়ে তৈরি এই বাইকটি। নতুন ভার্সনটি ১৬.৭৯ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। এটির টর্কও একই রয়েছে। এছাড়া রয়েছে আরও একাধিক সুবিধা।

দু’টি বাইকেই রয়েছে নতুন এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটিতে রয়েছে তিনটি রাইডিং মোড। স্পোর্ট, আরবান ও রেইন দেওয়া রয়েছে বাইকে। এই মোডগুলির সাহায্যে এবিএস সেটিংস ও পাওয়ার ডেলিভারিতে পরিবর্তন আনা যায়।

এছাড়া থাকছে ভয়সে এসিস্ট, ওয়াইড ১২০ মিমি রিয়ার টায়ার সহ আরও একাধিক সুবিধা। এর মাধ্যমে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই আপডেটেট ভার্সন। যার কারণে ভারতের বাইক প্রেমীদের কাছে এটি জনপ্রিয়।


#লকস #থক #ফচরস #সবতই #হর #বইকপরমদর #পগল #করত #আসছ #TVSএর #এই #দই #তখড় #বইক #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews