চমকে দেওয়া ক্যামেরা নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে ‘Samsung Galaxy S24 Ultra’! ‘Samsung’এর এই সিরিজের ফোনটি নিয়ে গ্রাহকদের মধ্যে সবসময়ই উত্তেজনা থাকে। কারণ, এই ফোনগুলিতে অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়। গত ফেব্রয়ারীতে এই সিরিজের ‘Galaxy S23’ লঞ্চ হয়েছে বিশ্ববাজারে। আর বর্তমানে এই ফোনের পরবর্তী ভার্সন নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ফোন সংক্রান্ত একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনে একটি বিশেষ জুম ক্যামেরা দেওয়া হবে। শোনা যাচ্ছে, এই ফোনে 3X জুম-সহ ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। এখানেই চমক, কারণ বর্তমান মডেলটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
অন্যদিকে কিছু রিপোর্ট অনুযায়ী ‘Galaxy S24 Ultra’ আগের মতোই ২০০ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা-সহ আসবে। অন্যান্য ক্যামেরা সম্পর্কে যদিও এখনও কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। অন্যান্য ফিচার হিসেবে জানা গিয়েছে এই ফোনে ৫০০০ mAh ব্যাটারী এবং প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 3 দেওয়া হবে।
তবে সম্পূর্ণ তথ্য জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের। উল্লেখযোগ্য, এই স্মার্টফোন সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে আসে গ্রাহকদের জন্য। যুগের সাথে তাল মিলিয়ে তারা স্মার্টফোনে একাধিক আপডেট আনে। খুব শীঘ্রই সেই তালিকাতে যোগ হবে আরও একটি নাম।
Leave a Reply