সস্তায় ভালো মাইলেজ দেয় এমন বাইকের কথা বললে কারো মাথায় আসে হিরো বা কারো মুখে আসে হন্ডার বাইকের কথা। তবে এবার হণ্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) এমন একটি বাইক লঞ্চ করতে চলেছে যা এবার চাপে ফেলতে চলেছে অন্যান্য গাড়ি সংস্থাগুলিকে।
হন্ডা আগামী মাসের দুই তারিখ ভারতের নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে তবে এখনো পর্যন্ত বাইকটির নাম বা ছবি প্রকাশ করা হয়নি সংস্থার তরফে।
একেবারে লঞ্চের দিন পর্দা সরানো হবে এর থেকে কিন্তু তারপূর্বে কিছু সূত্রের মাধ্যমে খবর মিলেছে এই বাইক সম্পর্কে। সেখান থেকে জানা যাচ্ছে মডেলটি 150 থেকে 180cc সেগমেন্টে আসতে চলেছে। একদিকে আগামী মাসে হিরো SP 160 লঞ্চ হতে চলেছে অপরদিকে হোন্ডার বাইক.. বাইকের বাজারে যে এবার জোরদার টক্কর লাগতে চলেছে তা বলাই বাহুল্য।
HONDA NEW MODEL: 150-180CC HONDA উক্ত ডিসপ্লেসমেন্ট রেঞ্জে দুটি মোটরসাইকেল অফার করে। একটি ১৬২.৭ সিসি HONDA UNICORN 160 এবং দ্বিতীয়টি ১৮৪.৪ সিসি ইঞ্জিন দ্বারা পরিচালিত CB HORNET 2.0. অনুমান করা হচ্ছে নতুন মোটরসাইকেলটি এই দুইয়ের কোন একটি ইঞ্জিনের সঙ্গে বাজারে হাজির হবে। তবে পাল্লা ভারী ইউনিকর্নের দিকে।
যেহেতু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে ইঞ্জিনের কথা জানা যায়নি তাই এর পারফরম্যান্স সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। যেহেতু পাল্লা ভারী ইউনিকর্নের ইঞ্জিনের দিকে তাই এর ধারনার জন্য এর পারফরম্যান্স দেওয়া হল। HONDA UNICORN 160 এ রয়েছে ১৬২.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যেখান থেকে ১২.৭৩ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক উৎপন্ন হয়। অনুমান করা হচ্ছে আসন্ন নয়া মডেলটির দাম 1.05 থেকে 1.15 লক্ষ টাকা রাখা হতে পারে যা মধ্যবিত্ত গ্রাহকদের আকৃষ্ট করবে।
Leave a Reply