কয়েক বছরের দেশের বাজারে বেশ কিছু নতুন নতুন বাইক নিয়ে এসেছে। যার মধ্যে রয়েছে হান্টার 350, হিমালয়ান 400 ইত্যাদি। কিন্তু এই সাফল্যের পর থেমে নেই সংস্থা। আইকনিক সংস্থাটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এক বছর নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিয়ে চলেছে। সেই পরিকল্পনা মত একটি মডেল আত্মপ্রকাশ করাতে চলেছে রয়্যাল এনফিল্ড। আগামী ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে রয়্যাল এনফিল্ড এর অন্যতম জনপ্রিয় BULLET 350.
এরপরেই তালিকাতে রয়েছে লিকুইড কুল্ড এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত Himalayan 450. আর এসবের মাঝে কাজ শুরু হল Super Meteor650 ক্রুজার স্পেশাল ভেরিয়েন্ট এর উপর। আজকে প্রতিবেদনে থাকো এই বাইক সম্পর্কিত কিছু তথ্য।
Super Meteor650 চলতি বছরের শুরুতে সব থেকে বড় ধামাকা দিয়েছিল রয়্যাল এনফিল্ড। সামনে এনেছিল Super Meteor650. পেশীবহুল ডিজাইনের সাথে আসা এই আকর্ষণীয় বাইকটি একটি সম্পূর্ণ প্রিমিয়াম লুক দেয়।
হেডলাইট থেকে শুরু করে চেহারা, সামনের দিকে লাগানো উল্টানো ফর্ক এর বড় চমক ছিল। আর এবার এই বাইকটিরই নয়া ভার্সন আসতে চলেছে যার আভাস পাওয়া গেছে ইতিমধ্যেই। আসলে এই নয়া ভার্সন বাইকের টেস্ট রাইড এর ছবি প্রকাশ্যে এসেছে। চেন্নাইয়ের রাস্তায় এই বাইকের পিছনের দিকে দুপাশে ব্যাগের মতো দেখতে পেনিয়ার দেখা গেছে। উল্লেখ্য গত বছরে নভেম্বরেই গোয়াতে অনুষ্ঠিত রাইডার ম্যানিয়া ইভেন্টে এই ক্রুজার বাইকটির বিভিন্ন অ্যাক্সেসরিজ সমৃদ্ধ সংস্করণ প্রদর্শন করেছিল রয়্যাল এনফিল্ড।
যদিও এখনো পর্যন্ত এই বাইকটি নতুন ভার্সন লঞ্চের প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ করেনি সংস্থা। আগে পেনিয়ার মাউন্টের জন্য অতিরিক্ত 13500 টাকা ধার্য করা হয়েছিল। বর্তমানে রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইটের আনুষ্ঠানিকভাবে সুপার মিটিয়র ৬৫০ এর জন্য Solo tourer ও Grand Tourer এই দুই ধরনের কিট উপলব্ধ রয়েছে।
Leave a Reply