September 27, 2023, 4:07 am
এবার ৫০০ টাকা কমে আপনি কিনতে পারবেন জনপ্রিয় স্মার্টফোন ‘OPPO A17’। কারণ, সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে এই ফোনের বিদ্যমান দাম থেকে ৫০০ টাকা কমানো হয়েছে। প্রথমে এই ফোনের দাম ছিল ১২,৪৯৯ টাকা। সেখান থেকে ৫০০ টাকা কমিয়ে ফোনের দাম হয়েছে ১১,৯৯৯ টাকা। আসুন তাহলে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
ডিসপ্লে হিসেবে এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যা ৬০ হার্টজ রিফ্রেশরেট এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেটে চালিত হয়। এছাড়াও এই ডিসপ্লে ১৬১২×৭২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টাকোর প্রসেসর। যেখানে ২.৩ গিগাহার্টজ ক্লকস্পীড উপলব্ধ।
ফোনটি চালিয় হয় অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা।
যদি আমরা র্যাম এবং স্টোরেজ দেখি তাহলে এতে ৪ জিবি বর্ধিত র্যাম রয়েছে। এই সুবিধার মাধ্যমে মোট ৮ জিবি র্যামের পারফরম্যান্স মিলবে। অন্যদিকে এতে ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। যেটি এক্সটার্নাল কার্ডের মাধ্যমে বাড়িয়ে ১ টিবি পর্যন্ত করা যাবে।
এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এতে পাবেন ৫০০০ mAh এর দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ। ফলে একটানা ফোন ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না।
এছাড়া অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট ইত্যাদি।
উল্লেখযোগ্য স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ই আগস্ট থেকে এই ফোনের নতুন দাম কার্যকর হয়েছে। তাই এখন যদি কেউ এই ফোন কিনতে চান তাহলে ৫০০ টাকা কমে কিনতে পারবেন। এছাড়া আপনি যদি কিছু নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আরও ১০% ছাড়ের সুযোগ রয়েছে। তাই আর দেরী কিসের এক্ষুনি কিনে ফেলুন পকেটসুলভ মূল্যের এই স্মার্টফোনটি।
#শরতই #ছল #ল #বজট #এবর #আরও #সসত #হয় #গল #OPPOর #এই #সমরটফন #একষন #আজই #অরডর #করন #Newshost24 #Safar
Leave a Reply