September 25, 2023, 5:12 pm
চলতি বছর দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট-সহ বাজারে লঞ্চ হয়েছিল ‘Moto E13’ স্মার্টফোন। লঞ্চের পর ব্যাপক সাড়া ফেলেছিল স্মার্টফোনটি। সম্প্রতি তার আরও একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। যেখানে আরও বেশি র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন গ্রাহকেরা। সম্প্রতি আসলে এই স্মার্টফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর সেটির দামও রাখা হয়েছে পকেটসুলভ। ফলে আপনি যদি কমদামে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে এই স্মার্টফোনটি খুবই ভালো বিকল্প হতে পারে।
ফিচার:
এই ফোনে ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। সাথে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশরেট।
প্রসেসর হিসেবে রয়েছে OctaCore Unisoc T606 প্রসেসর।
১২৮ জিবি স্টোরেজ পাবেন এই স্মার্টফোনে। তবে এক্সটার্নাল কার্ডের মাধ্যমে সেটি ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফলে ছবি, ডক্যুমেন্টস বা ভিডিও রাখার ক্ষেত্রে তা খুবই সুবিধাজনক হবে।
ক্যামেরা দেখতে গেলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
Dolby Atmos অডিও সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে। যার ফলে গ্রাহকেরা খুবই ভালো অভিজ্ঞতা নিতে পারবেন।
পাওয়ার ব্যাকআপে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী৷ সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে।
এছাড়া অন্যান্য কানেকশনের ক্ষেত্রে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই ইউএসবি টাইপ-সি পোর্ট ইত্যাদি।
দাম: ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ- ৮,৯৯৯ টাকা।
রং: কসমিক ব্লু, ক্রিমি হোয়াইট ও অরোরা গ্রীন।
গত ১৬ই আগস্ট থেকে ফ্লিপকার্টে এই ফোনের বিক্রি শুরু হয়েছে।
#শর #হয় #গছ #সল #একবর #জলর #দম #কনন #জমপস #সমরটফন #Newshost24 #Safar
Leave a Reply