ভারতে এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস্। বিভিন্ন সেগমেন্টের গাড়ি সহ বৈদ্যুতিক গাড়ির পরিসরেও জনপ্রিয়তা পেয়েছে Tata motors. তবে যদি সিএনজি মডেলের কথা বলা হয় তাহলে বর্তমানে মারুতি সুজুকির হাতে সব থেকে বেশি সিএনজি মডেল রয়েছে, যেখানে টাটা মোটরস চলে গেছে দ্বিতীয় স্থানে।
তবে সিএনজি মডেলগুলিতে অন্যতম বড়ো সমস্যা কম বুট স্পেস। আর এখানেই নজর কাড়ছে টাটা। এর সমাধান খুঁজতে টাটা মোটরস নিয়ে আসছে টুইন সিলিন্ডার প্রযুক্তি। এই মুহূর্তে Tata Tiago ও TIGOR এর CNG ভার্সনও টুইন সিলিন্ডার টেক দিয়ে আপডেট করা হয়েছে।
Tata Tiago ও Tigor ICNG NEW UPDATE – টাটা তাদের সিএনজি ট্যাঙ্ক গাড়িতে এমনভাবে রেখেছে যাতে বুট স্পেসের জায়গার অপচয় না হয়। এই সংস্থার ৭০ লিটারের এই টুইন সিলিন্ডার গুলি গাড়ির বুটস্পেসে স্পেয়ার হুইলের জায়গায় স্থাপন করা হয়েছে। আর স্পেয়ার হুইলকে কেবিনের তলার অংশে স্থানান্তরিত করা হয়েছে। ফলে গাড়িতে ব্যাগ পত্র রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে।
এদেশে সিএনজির ব্যবহার আরো শক্তিশালী করতে টুইন সিলিন্ডার সিএনজি প্রোডাক্ট বিশেষ ভূমিকা পালন করবে বলেই আশা সংস্থার। বৈশিষ্ট্যের কথা বললে Tata Tiago ও Tigor ICNG তে শক্তির ভান্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন। সঙ্গে রয়েছে পাঁচ ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স। উল্লেখ্য Tata tiago নতুন ভার্সনটির দাম রাখা হয়েছে ৬.৫০ লাখ টাকা। এর টপ ভেরিয়েন্ট XZ NRG এর দাম পড়বে ৮.১০ লাখ টাকা। আর Tigor টুইন সিলিন্ডার সিএনজি ভার্সনের এক শোরুম মূল্য ৭.১০ লাখ টাকা থেকে শুরু হচ্ছে।
Leave a Reply