September 26, 2023, 10:05 am
Jishu Sengupta: শুরুটা করেছিলেন ছোট পর্দার হাত ধরে। ‘মহাপ্রভু’ ধারাবাহিকে প্রথমবার দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে (Jishu Sengupta)। এরপর একের পর এক সাফল্য আসে কেরিয়ারে। টলিউড, বলিউড এমনকি দক্ষিণী জগতেও চলছে তাঁর রাজত্ব। সদ্য মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ ‘ট্রায়াল’ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আগামী দিনে দুটি তেলেগু ছবিতে দেখা যাবে তাঁকে। আর তার আগেই নিজের অভিনয় জগত নিয়ে নানান বিষয় খোলসা করলেন অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে যীশু (Jishu Sengupta) জানান, ‘কাজের চাপে আপাতত কলকাতা থেকে দূরে থাকতে হচ্ছে। গোটা মাসের মধ্যে হাতে গোনা দু চার দিন পরিবারের সঙ্গে থাকা যায়। এতে অবশ্য ভীষণ রাগ করেন আমার স্ত্রী নীলাঞ্জনা এবং আমার দুই কন্যা। বড় মেয়ে সারা নিজের কাজ, বন্ধু-বান্ধব এবং পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। সে কারণে তার সাথে খুব একটা বেশি সময় কাটানো হয় না তবে ছোটো মেয়েকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি’।
টলিউড এ কেন সেভাবে আর দেখা যাচ্ছে না অভিনেতাকে? প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘যে সমস্ত পরিচালকরা আমার সাথে কাজ করতে চায় না তারা যুক্তি হিসেবে বলে আমি নাকি কাজ কমিয়ে দিয়েছি। যদিও এটা আসলে সত্যি নয়। ভালো স্ক্রিপ্ট পেলেই আমি কাজ করবো। তবে পারিশ্রমিকের অঙ্কটাও ঠিকঠাক হতে হবে’।
বিগত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল গুঞ্জন। রিয়েলিটি শো এর সঞ্চালক হিসেবে তিনি নাকি এত টাকা দাবি করেছেন যে বাদ দিতে হয়েছে বিচারককে। এই প্রসঙ্গে বলতে গিয়ে যীশু বলেন, ‘বর্তমানে আমি আমার পারিশ্রমিকের অঙ্কটা অনেক বাড়িয়ে নিয়েছি, এটা সত্যি। কিন্তু তা বলে আমার জন্য বিচারককে বাদ দিতে হবে এটা আমি মেনে নিতে পারলাম না। প্রয়োজন পড়লে আমাকেই বাদ দেওয়া যেতে পারে’।
উল্লেখ্য, শেষবার গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার 4’-এ দেখা গেছে যীশু সেনগুপ্তকে(Jishu Sengupta)। খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে তাঁর নয়া ছবি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন যীশু। জোর কদমে চলছে সেই ছবির প্রস্তুতি।
#সঞচলন #করত #মট #টক #নন #টলউডর #এই #তরক #তক #পরশরমক #দত #বদ #দওয #হযছ #বচরককক
Leave a Reply