বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত ফোন হল ফোল্ডিং ফোন। আর এই সেগমেন্টে সবথেকে বেশি নজর কেড়েছে স্যামসাং। ইতিমধ্যে samsung এর ফোল্ডিং ফোন গুলির জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার এই বাজারে আসর জমাতে সামনে আসছে OnePlus.
গোটা টেক জগতের সামনে নতুন টেকনোলজি মেলে ধরতে এবার প্রস্তুত OnePlus. জানা যাচ্ছে oneplus এর এই ফোল্ডেবল ফোনটি oneplus Open নামে বাজারে আত্মপ্রকাশ করবে। এই হ্যান্ডসেট টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য সামনে আসেনি তবে এক টিপস্টার সম্ভাব্য মূল্যের একটি ইঙ্গিত দিয়েছে।
oneplus Open সম্ভাব্য মূল্য- টিপস্টার যোগেশ ব্রার ওয়ানপ্লাসের স্মার্টফোনের দামের একটি তালিকা শেয়ার করেছেন। যেখানে তিনি জানিয়েছেন এ বছর ব্র্যান্ড তাদের বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন উন্মোচন করেছে। যে তালিকায় রয়েছে
oneplus note ce3 lite- 20000 টাকা
nord CE3- 30000টাকা
Nord3- 40,000 টাকা
OnePlus 11R- 50,000 টাকা
OnePlus- 60,000
তবে যা ঘিরে এখন মূল চর্চা শুরু হয়েছে তা হলো oneplus Open. এই ফোল্ডেবল ফ%8
Leave a Reply