ভারতীয় বাজারে ‘Tata Motors’এর নাম নতুন করে বলার প্রয়োজন পড়ে না। সবথেকে বিশ্বস্ত অটোমোবাইল সংস্থার প্রসঙ্গ উঠলে নাম আসে এই সংস্থার। আজ আমরা এই সংস্থার এমন একটি গাড়ির সম্পর্কে আলোচনা করবো যার ২০২৩ সালের কয়েক মাসের মধ্যে ৮৭,৫০১ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। যার দ্বারা এটাই স্পষ্ট যে এই গাড়ির জনপ্রিয়তা ঠিক কতখানি।
এই গাড়িটির নাম হলো ‘Tata Nexon’। এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা ১২০ পিএস শক্তি উৎপন্ন করতে পারে। গাড়িটি ২৪ কিলোমিটার রেঞ্জ দেয় বলে দাবী করেছে সংস্থা। যাত্রীদের জিনিসপত্র রাখার জন্য রয়েছে ৩৫০ লিটারের বুটস্পেস। একইসাথে এতে পেয়ে যাবেন ৭ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম।
এছাড়া এবিএসের মতো অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে এই গাড়ির ডিজেল ইঞ্জিন ১১৫ পিএস শক্তি এবং ২৬০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এতে পাওয়া যাবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রেইন সেন্সিং ওয়াইপার, ৬ স্পীড অটোমেটিক ও ম্যানুয়াল ট্রান্সমিশন, অ্যান্ড্রয়েড ও অ্যাপেল কার-প্লে ইত্যাদি।
এই গাড়িটি মূলত আটটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে XE, XM, XM+(S), XZ, XZ+(HS), XZ+(L) XZ+(P) ইত্যাদি। এই গাড়ির প্রাথমিক মূল্য ৭.৭০ লক্ষ টাকা।
Leave a Reply