September 25, 2023, 4:02 pm
সামনেই উৎসবের মরশুম। আর এই মরশুমে গ্রাহকদের আকৃষ্ট করতে মরিয়ে মারুতি সুজুকি। এবার তারা তাদের সংস্থার বেশ কিছু গাড়ির উপর ছাড়ের ঘোষণা করেছে। মারুতি সুজুকির একাধিক শোরুমে এই সুবিধা পাওয়া যাবে। জানা বেশিরভাগ Arena গাড়িতে মারুতি সুজুকি সংস্থা এই সুবিধা দেবে বলে জানা গিয়েছে।
মারুতি সুজুকি সেলেরিও: এই গাড়ির উপর গ্রাহকেরা পাবেন ৪০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। টপ-স্পেক ভ্যারিয়েন্টের জন্য এই ডিসকাউন্ট মিলবে৷ তবে বেস ভ্যারিয়েন্টের জন্য ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে রয়েছে ১ লিটার পেট্রোল ইঞ্জিন যা ৬৭ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এছাড়া ৫ স্পীড গিয়ারবক্স রয়েছে।
মারুতি অল্টো K10: এই গাড়ির পেট্রোল চালিত মডেলের উপর মিলবে ৩৫,০০০ টাকা ডিসকাউন্ট ও সিএনজি মডেলে মিলবে ৩২,০০০ টাকা ডিসকাউন্ট। ১ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ৬৭ হর্স পাওয়ার শক্তি ও ৮৯ এনএম টর্ক উৎপন্ন করে। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ডিসকাউন্টের সুবিধা মিলবে।
মারুতি সুজুকি এস-প্রেসো: এই গাড়ির বেস মডেলের উপর মিলবে ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে। গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.২৬ লক্ষ টাকা। এতে রয়েছে ১ লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৭ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে।
মারুতি সুজুকি ওয়াগন আর: মারুতি সুজুকির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হল মারুতি সুজুকি ওয়াগন আর। এই গাড়িটি সেপ্টেম্বর মাসের মধ্যে কিনলে গ্রাহক পাবেন ৩৫,০০০ টাকার ডিসকাউন্ট। এছাড়া CNG VXi এবং LXi মডেলে মিলবে 30,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। গাড়ির বেস মডেলের উপর এই সুবিধা মিলবে।
সুজুকি ফার্স্ট বয় সুইফট: এই গাড়িটির উপর মিলবে ৩৫,০০০ টাকার ডিসকাউন্ট। এতে রয়েছে একটি ১.২ লিটার ডুয়ালজেট পেট্রল ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৯০ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে। এতে রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স।
#সসতয় #নতন #চর #চকর #কনর #বশল #সযগ #Marutiর #এই #গড়গলর #উপর #দওয় #হচছ #৪০ #হজর #টক #পরযনত #ছড় #Newshost24 #Safar
Leave a Reply