উন্নতমানের ফিচার্স, সুরক্ষা এবং মাইলেজ প্রতিটি ক্ষেত্রেই বহু বছর ধরে গ্রাহকদের ভরসা জুগিয়ে এসেছে টাটা মোটরস। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের একাধিক দেশের রপ্তানি হচ্ছে এই সংস্থার বিভিন্ন মডেল। ইতিমধ্যে এই সংস্থা Auto Expo 2023 এ একাধিক নতুন মডেল তুলে ধরেছে যা খুব শীঘ্রই বাজারে লঞ্চ হবে। তবে বর্তমানে চর্চায় রয়েছে টাটার Altroz Racer.
জানুয়ারীতে Harrier Red Dark, Altroz Racer এর মতো সংস্থার বিদ্যমান গাড়ির কনসেপ্ট মডেল উন্মোচন করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত Altroz Racer এর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আর এই নিয়েই শোরগোল পড়ে গেছে যে টাটা এই গাড়িটি আদৌও বাজারে আনবে! চলুন আজকের প্রতিবেদন এই গাড়ির সম্পর্কে প্রাপ্ত তথ্যই জেনে নিন।
Tata Altroz Racer: Design and features ২০২৩ অটো এক্সপোতে প্রদর্শিত এই গাড়ির ডিজাইনের কথা বললে এতে যেমন রয়েছে স্টাইলিশ ব্ল্যাক বনেট, তেমন রয়েছে ব্ল্যাক আউট অ্যালয় হুইল। তবে গাড়িটির সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে এর শক্তিশালী ইঞ্জিন। জানা গেছে গাড়িটির ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন সরাসরি Nexon থেকে নেওয়া হয়েছে। যা সর্বোচ্চ ১১৮ বিএইচপি শক্তি ও ১৭২ এনএম টর্ক পাওয়া যায়। অন্যান্য ফিচারের প্রসঙ্গে বললে গাড়িটিতে ১০ ইঞ্চি ইনফোটেনমেন্ট, ভেন্টিলেটেড সিট, ৬টি এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর ও সানরুফ উপস্থিত রয়েছে।
Tata Altroz Racer: চলতি বছর অটো এক্সপোতে গাড়িটির লঞ্চের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে তারপর থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য আগামী ছয় মাসের জন্য নিজেদের লঞ্চের তালিকা সাজিয়ে রেখেছে টাটা, যার মধ্যে কোথাও এর নামও পাওয়া যায়নি। ভবিষ্যতে এই গাড়িটির লঞ্চ করা হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্ব থেকে যাচ্ছে। বাজারে আপাতত দেখা মিলবে না Tata Altroz Racerএর।
Leave a Reply