পেট্রোলের মূল্য যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে তার বিকল্প উপায় হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক গাড়ি। এখন রাস্তাঘাটে বেরোলেই বহু মানুষকে ইলেকট্রিক টু-হুইলারের সাথে দেখা যায়। এই চাহিদার কথা মাথায় রেখেই বর্তমানে বহু স্টার্ট আপ সংস্থা নিয়ে আসছে তাদের ইলেকট্রিক ভেহিকেল।
এবার ইলেকট্রিক স্কুটার এর চাহিদা মাথায় রেখে মধ্যপ্রদেশে বেড়ে ওঠা এক ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা Enigma Automobiles লঞ্চ করল তাদের নতুন ই-স্কুটার মডেল Ambier N8. যার দামও রাখা হয়েছে মধ্যবিত্তদের একেবারে সাধ্যের মধ্যে। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১.০৫ লাখ টাকা থেকে ১.১০লাখ টাকা পর্যন্ত।
তবে গাড়িটির সব থেকে বড় আকর্ষণ এর মাইলেজ। চলুন দেখে নেওয়া যাক এই গাড়ির সম্পর্কে বিস্তারিত।
মাইলেজ- কোম্পানির দাবি Ambier N8 ২০০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতে পারে। অর্থাৎ এক চার্জে চাইলে চলে যেতে পারবেন কলকাতা টু দীঘা। আর পেট্রোল চালিত গাড়ির মতো খরচ পড়বে না। চার্জও হয়ে যাবে দুই থেকে চার ঘন্টার মধ্যে।
স্পেসিফিকেশন- উন্নত পারফরম্যান্স দেওয়ার উদ্দেশ্যে এই দুই চাকার ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে ১৫০০ ওয়াটের BLDC মোটর। স্কুটারটির মধ্যে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৬৩ ভোল্ট ৬০ এম্পিয়ার আওয়ার ব্যাটারি ব্যাক। এর দৌলাতে এক চার্জে এটি চলবে ২০০ কিমি পর্যন্ত। আর গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৪৫ থেকে ৫০ কিমি।
ফিচার্স- স্কুটারে দেওয়া হয়েছে অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য যেমন সংযুক্তিকরণ বৈশিষ্ট্য। Enigma on connect এপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের সাথে এটি সংযুক্ত করা যাবে। সাসপেন শনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক ও স্প্রিং সাসপেনশন। গ্রাহকরা পাঁচটি কালারের বিকল্পে কিনে নিতে পারবেন গাড়িটি। যেসব গ্রাহকরা এই মডেলটি কিনতে চান তারা চাইলেই সংস্থার ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন Ambier N8.
Leave a Reply