ফোন কেনার সময় আপনি কি খোঁজ করেন! ভালো ক্যামেরা কোয়ালিটিতো নিশ্চয় চান! কারণ এখন মুহূর্ত লেন্স বন্দি করার জন্য আলাদা করে ক্যামেরা আর কয়জন বয়! আর এই ক্যামেরার কথা বললে প্রসঙ্গ আসে আইফোনের। তবে অনেকেই এর দামের কথা ভেবে পিছিয়ে যায়। কিন্তু আজকের প্রতিবেদনে মুখে হাসি ফুটবে মোবাইলপ্রেমীদের
খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে iphone 15 series, আর তার আগে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iphone14 plus. গত বছর এটি ৮৯ হাজার ৯৯০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে ফোনটি এখন ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের সাথে অনেকটাই কমে মিলবে ফ্লিপকার্ট সাইটে। চলুন দেখে নেওয়া যাক অফারগুলি-
Bank and Exchange offer: বর্তমানে iphone14 plus ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৭৬ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে এর সাথে রয়েছে আরো ডিসকাউন্ট। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত চার হাজার টাকার ছাড় পাবেন। আর যদি পুরনো ফোনের সাথে চেঞ্জ করতে চান তাহলে ফোনটি ৪৮ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে।
specification: ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা, ডিসপ্লের সহ এই ফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে এ১৫ বায়োমিক চিপসেট ও আইওএস ১৬ অপারেটিং সিস্টেম। ডিভাইসটি ১২৮জিবি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। কোম্পানির দাবি স্মার্টফোনটি 26 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে।
আর ক্যামেরার কথা বলে এদের ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। যার মধ্যে রয়েছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল টডেপ্থ ক্যামেরা।
Leave a Reply