সুলভ মূল্যে দারুন স্পেসিফিকেশন অফার করে টেকনো স্মার্টফোন সমানে সমানে প্রতিযোগিতা করছে শাওমি ও রিয়েলমি ফোন গুলির সাথে। ইতিমধ্যে এই ব্র্যান্ডের ফোনগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে, এবার সংস্থাটি সামনে নিয়ে এলো আরো এক দুর্ধর্ষ ফোন।
সম্প্রতি Tecno camon 20 avocado Art edition ভারতে নতুন ডিজাইনের সাথে লঞ্চ করা হয়েছে যা তরুণ প্রজন্মের কাছে নান্দনিক হয়ে উঠেছে। চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক-
দাম- এর ৮জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১৫৯৯৯ টাকা।
রঙ ও ডিজাইন- এই বিশেষ সংস্করণটি একটি কুল গ্রিন টোনে এসেছে। এর পিছনে এমবসড টেক্সচার ও প্রিমিয়াম লেদার ফিনিস লক্ষ্য করা যায়। ডিজাইন ছাড়া ফোনের হার্ডওয়্যার ও স্পেসিফিকেশনগুলি রেগুলার মডেলের মতোই। উল্লেখ্য Tecno Camon 20 pro ও 20 premium Mr doodle সংস্করণের পর এটি ব্র্যান্ডের দ্বিতীয় বিশেষ সংস্করণ।
বৈশিষ্ট্য- ৬.৬৭ ইঞ্চি FHD+Amoled display সহযোগে আসা এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। স্টোরেজের কথা বললে এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বর্তমান। ফোনটি এন্ড্রয়েড ১৩ ভিত্তিক HIOS13তে চলে।
দাম অনুযায়ী ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট উন্নত ফোনটিতে। এটা দেওয়া হয়েছে ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা, ২ এমপি ডেপ্থ সেন্সর, কোয়াড এলইডি রিং ফ্ল্যাশ সহ AI ক্যামেরা। সেলফির জন্য 32mp ক্যামেরা বর্তমান। উল্লেখ্য ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ এমএইচ ব্যাটারির সাথে এসেছে।
Leave a Reply