সময়ের সাথে সাথে উন্নত হচ্ছে প্রযুক্তি, সেই সাথে পাল্লা দিয়ে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি তাদের বাইকে দুর্দান্ত সব ফিচার যোগ করে চলেছে। যেমন প্রথমদিকের বাইকগুলোতে ৪ স্পীড গিয়ারবক্স ছিল। তবে ধীরে ধীরে সেগুলিতে ৬ স্পীড গিয়ারবক্স দেওয়া হচ্ছে। এতে যেমন ইঞ্জিনের পারফরম্যান্স বেড়ে যায়, তেমনি উচ্চগতিতেও চালানো যায় বাইকগুলিকে। আজ আমরা সেরকমই ৬ স্পীড গিয়ারবক্সের কিছু বাইক সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
Bajaj Dominar 250- ২৪৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনযুক্ত এই বাইক থেকে ২৬ বিএইচপি শক্তি এবং ২৩ এনএম টর্ক উৎপন্ন হয়। সুরক্ষার জন্য উভয় চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকটি কিনতে হলে দাম পড়বে ১.৮৩ লক্ষ টাকা।
Suzuki Gixxer 250- যদি আমরা এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স দেখি তাহলে এতে ২৪৯ সিসির ইঞ্জিনটি ২৬.১৩ বিএইচপি শক্তি এবং ১২ এনএম টর্ক উৎপন্ন করে। যেখানে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকের মূল্য ১.৮৩ লক্ষ টাকা।
KTM Duke 125- সংস্থার সবথেকে সস্তা বাইক হলো এটি। যেখানে দুর্দান্ত ইঞ্জিনের পাশাপাশি অত্যাধুনিক ফিচার যোগ করা হয়েছে। বর্তমানে এই বাইকের দাম ১.৭৯ লক্ষ টাকা।
Yamaha MT15- এতে রয়েছে ১৫০ সিসির ইঞ্জিন। এই বাইকে ইঞ্জিনের পারফরম্যান্সের পাশাপাশি দুর্দান্ত ডিজাইনও রয়েছে। বর্তমানে দুটি ভ্যারিয়েন্টে এই বাইকটি কিনতে পাওয়া যাচ্ছে। যার দাম ১.৬৮ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।
Bajaj Pulsar NS 200- এতে রয়েছে ১৯৯.৫ সিসি ইঞ্জিন, যা ১৪.১৩ বিএইচপি শক্তি এবং ১৮.৫ এনএম টর্ক উৎপন্ন করে। সুরক্ষার দিকটি দেখতে গেলে দুই চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বর্তমানে এই বাইকের মূল্য ১.৪০ লক্ষ টাকা।
Leave a Reply