বর্তমানের যুগ ডিজিটালাইজেশনের যুগ আর এই ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম প্রয়োজনীয় নথি আধার কার্ড। কেবল প্রমাণপত্র নয় যেকোনো সরকারি কাজ থেকে পরীক্ষার সময় সব কাজে লাগে এই নথি। তবে পরিসংখ্যান বলছে আধার কার্ডকে নিয়ে জালিয়াতি সংখ্যাও বেড়েছে একইভাবে। এমন পরিস্থিতিতে আধার ডেটা সুরক্ষিত রাখতে একের পর এক পরামর্শ দিচ্ছে UIDAI.
সম্প্রতি আরো একটি বিষয় নিয়ে সতর্ক করলো UIDAI. প্রতারণা রুখতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে UIDAI. বর্তমানে যেকোনো কাজের সময় আধার কার্ডের জেরক্স দিতে হয়। বিভিন্ন কাজের সময় আমরা আধার কার্ডের জেরক্স অনেকেই দিয়ে থাকি কিন্তু সেই জেরক্স ফেরত নিয়ে আসি কি! ফেরত না নিয়ে আসলে কিন্তু সাবধান। এটি সবথেকে বড় ভুলের মধ্যে অন্যতম।
কি করবেন, কি করবেন না? অন্য কোন সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ড প্রিন্ট করিয়ে থাকলে সেই ডাউনলোড কপিটি ডিলিট করে দেওয়া উচিত। বিশেষ কোন প্রয়োজন না পরলে কাউকে জেরক্স দেবেন না।
আধার কার্ডের ওটিপি কাউকে বলবেন না, এবং আধার কার্ডের সকল তথ্য আপডেট রাখবেন।
আজকাল প্রায় সই ফিজিক্যাল আধার কার্ডের মাধ্যমে ডেটা চুরির ঘটনা দেখতে পাওয়া যায় তাই জালিয়াতি এড়াতে ভার্চুয়াল আধার কার্ড ব্যবহার করতে পারেন এতে আপনার আধার কার্ড সুরক্ষিত থাকবে।
Masked আধার কার্ডের মাধ্যমে চাইলে নিজেকে তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। এর মাধ্যমে আধার কার্ডের সংখ্যাটি পুরো দেখা যাবেনা, কেবল প্রথম চারটি সংখ্যা দেখা যাবে দেখা যাবে অনলাইনে। এছাড়াও সকলকে নিজের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার পরামর্শ দিচ্ছে UIDAI.
Leave a Reply