দেশে অন্যতম অ্যাপ ক্যাব সার্ভিস প্রদানকারী সংস্থা Ola. তবে এরই পাশাপাশি দু’বছর আগেই তারা নিয়ে এসেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। আর এই সাফল্যের পরে একের পর এক ব্যাটারিচালিত স্কুটার, বাইক এনে চলেছে এই সংস্থা। এবার ফের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসের দিন সংস্থা সামনে আনতে চলেছে তাদের আরও একটি নতুন স্কুটার।
খবর আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে লঞ্চ হবে ওলার নতুন বাইক। এবার তাদের লক্ষ্য সস্তায় ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করা। জানা যাচ্ছে আপকামিং এই মডেলটির নাম OLA S1X. যার দাম রাখা হবে এক লাখের মধ্যে।
OLA S1X: সংস্থাটি এখনো পর্যন্ত তাদের নতুন স্কুটারের কোন স্পেসিফিকেশন প্রকাশ করেনি কেবল তাদের তরফ থেকে জানানো হয়েছে এটি “আইসিই যুগ”-এর অবসান ঘটাবে। এছাড়াও প্রেজেন্টেশন থেকে লিক হওয়া কিছু ছবি সামনে এসেছে যা থেকে মনে করা হচ্ছে দাম কম রাখা হলেও ডিজাইন লুক বেশ ভালো হতে চলেছে। বলাবাহুল্য সেক্ষেত্রে OLA S1X এর আগমনে প্রতিযোগিতা জমে উঠবে।
বর্তমানে ওলার যে মডেলটি ভীষণভাবে চর্চায় রয়েছে সেটি হল OLA S1 AIR. যার রেঞ্জ ১২৫ কিলোমিটার। তাই আশা করা হচ্ছে এই আসন্ন নতুন মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। দামে প্রসঙ্গে বললে এন্ট্রি লেভেলের OLA S1 AIR এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১.১০ লক্ষ টাকা, যেখানে OLA S1X এর দাম রাখার কথা বলা হয়েছে এক লক্ষের মধ্যে। স্বাভাবিকভাবেই সস্তার ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করে বাজারে যে শোরগোল ফেলতে চলেছে তা আশা করা যায়।
Leave a Reply