তরুণ প্রজন্মের মধ্যে iphone নিয়ে উৎসাহ কারোর অজানা নয়। দারুন ফিচারস তার সাথে দারুণ ক্যামেরা কোয়ালিটি নিয়ে আইফোন এর প্রত্যেকটি মডেল হয়ে উঠেছে জনপ্রিয়। তবে হাই রেঞ্জ হওয়ার কারণে অনেকেই iphone কিনে উঠতে পারেন না। আবার নানা রকম ডিল বা ডিসকাউন্ট দেওয়া হলেও তা মিস করে যান। তবে এবার আর মিস হবে না.. কারণ এক দারুন অফার নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।
iphone 14 pro Max এর ওপর এমন অফার চলছে যা দেখলে অবাক হবেন আপনিও…. এই মুহূর্তে আপনি যদি কম দামে iphone কেনার কথা ভেবে থাকেন তাহলে সেই ইচ্ছা পূরণ করার সময় চলে এসেছে। এই মুহূর্তে iphone 14 pro Max মডেলটি flipkart এ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে যার ফলে এই হাই প্রিমিয়াম ফোনে মোট 14 হাজার টাকার বেশি ছাড় পেয়ে যেতে পারেন।
কিভাবে? আসলে এই ফোনের ওপর পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং তার সাথেই এক্সচেঞ্জ অফার।
iphone 14 pro Max-এর দাম- এর বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজের দাম ১,৩৯,৯০০ টাকা। তবে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে আইফোনটি কিনলে প্রথমেই মিলবে তিন হাজার টাকার ছাড়। আবার যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে ২১ হাজার ৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। এর পাশাপাশি থাকছে স্পটিফাই প্রিমিয়াম এর ফ্রি সাবস্ক্রিপশন।
বৈশিষ্ট্যের কথা বললে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে যুক্ত এই ফোনে দেওয়া হয়েছে সিক্স কোর এ১৬ বায়োনিক প্রসেসর যার সাথে ১ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। সাথে পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৪৩২৩ এমএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য মিলবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না।
Leave a Reply