ভারতীয়দের মনে ‘মাহিন্দ্রা থার’এর জন্য কী পরিমাণ আবেগ রয়েছে তা আমাদের কারোরই অজানা নয়। বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে জীবনের একটা সময়ে এই গাড়িটি কেনার। গাড়িটি মূলত দুর্দান্ত ফিচার্স এবং পারফর্ম্যান্সের জন্য বিখ্যাত বাজারে। আর এবার শোনা যাচ্ছে আগামী ১৫ই আগস্ট গাড়ির ইলেকট্রিক ভার্সন সংক্রান্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নাকি এই ইলেকট্রিক ভার্সনের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করছে সংস্থা।
স্বাধীনতা দিবসের দিনই নাকি এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে তারা। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘Thar.e’। সম্প্রতি ‘মাহিন্দ্রা থার’এর ইলেকট্রিক ভার্সন সংক্রান্ত একটি পোস্ট নজরে এসেছে। যেখানে লেখা রয়েছে, ‘বৈদ্যুতিক অবতারের জন্ম। ভবিষ্যতে আপনাদের স্বাগত’। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে যে ‘থার’এর ইলেকট্রিক ভার্সনই এবার লঞ্চ করতে চলেছে এই সংস্থা।
উল্লেখযোগ্য, আগামী ১৫ই আগস্ট দক্ষিণ আফ্রিকাতে ‘Futurescape’ নামক একটি অনুষ্ঠানে এই বিষয়ে ঘোষণা করবে উক্ত সংস্থা। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছিল সেখানে একটি টিজার ভিডিও দেখা গিয়েছে। সেখানে আসন্ন ইলেকট্রিক ভার্সন সংক্রান্ত চেহারার অনুমান করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বর্তমান ‘থার’এর মতোই টেইল ল্যাম্প রয়েছে তাতে। তবে চেহারায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
সবমিলিয়ে বলতে গেলে আকর্ষণীয় ফিচার নিয়ে আসতে চলেছে এই ইলেকট্রিক ভার্সন। তবে সম্পূর্ণ তথ্য জানতে আপাতত অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। অন্যদিকে এই সংস্থার মতোই অন্যান্য সংস্থাও তাদের ইলেকট্রিক গাড়ি বাজারে এনেছে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে ভবিষ্যতে ‘মাহিন্দ্রা’র সাথে অন্যান্য সংস্থার বেশ বড়োসড়ো প্রতিযোগিতা হতে চলেছে।
Leave a Reply