ভারতের বাজারে টেলকম দুনিয়ায় জনপ্রিয় ও চর্চিত একটি টেলিকম সংস্থা হল জিও। একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্যাক দিয়ে গোটা দেশের মানুষের মন জয় করে নিয়েছে তারা। এর পাশাপাশি বাকি টেলকম সংস্থাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তারা। এবার জানা যাচ্ছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ রিচার্জ প্ল্যান হাজির করেছে জিও। প্রিপেইড গ্রাহকদের জন্য এই প্ল্যানটি আনা হয়েছে।
এতে সাবস্ক্রাইব করতে হবে। রয়েছে ৩৬৫ দিনের অফার। এতে গ্রাহক পাবেন ভয়েল কলিং, এসএমএস। অনলাইন শপিং, ফুড জও ট্র্যাভেলের উপরেও বিশেষ ছাড় থাকছে। এই প্ল্যানটির দাম ২,৯৯৯ টাকা। এর সঙ্গে গ্রাহক প্রতিদিন পাবেন ২.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০টি এসএমএস। অর্থাৎ এই প্ল্যানে পাওয়া যাবে ৯১২.৫ জিবি ডেটা।
এর পাশাপাশি রয়েছে ফিরে ড ডেলিভারি অ্যাপ সুইগি ও জ্যোম্যাটোতে ১০০ টাকা ছাড়। এছাড়া Yatra থেকে ফ্লাইট বুকিং করলে মিলবে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। হোটেল বুকিং-এ ১৫ শতাংশ ডিসকাউন্ট সহ সর্বোচ্চ ৪,০০০ টাকা ডিসকাউন্ট। অ্যাজিও থেকে ৯৯৯ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ২০০ টাকা ডিসকাউন্ট।
রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা অডিও পণ্যের উপর ১০ শতাংশ ডিসকাউন্ট, ওষুধের উপর থাকছে ২০ শতাংশ ছাড়। একাধিক অনলাইন প্ল্যাটফর্মের নানা সুবিধা এনে দিচ্ছে এই রিচার্জ প্ল্যান। ২,৯৯৯ টাকা রিচার্জ অপশনে ক্লিল করলে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। জিও-এর অফিশিয়াল ওয়েব সাইট থেকে অফারটি সংগ্রহ করতে পারেন।
Leave a Reply