Ullu Web Series: যতদিন যাচ্ছে ততই যেন মানুষের ওয়েবসিরিজ দেখার চাহিদা বাড়ছে। আর বাড়বে নাই বা কেন এমন রগরগে রোম্যান্সে ভরা সিন কেই বা মিস করতে চায় বলুন তো দেখি? তেমনই কিছুদিন আগেই উল্লু তে পালং তোড়-এর সিসকিয়ান সিজন ৪ পার্ট ২ রিলিজ করেছে। আর এটি হল অ্যাডাল্ট সিরিজের মধ্যে অন্যতম। আর এই সিরিজের মধ্যে দিয়ে আরও একবার উঠে এসেছে শশুর-বৌমার কু-কীর্তি।
ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা। আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন।
যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন।
কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র।
বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। তেমনই কিছুদিন আগেই উল্লুতে রিলিজ করেছে পালং তোড়-এর সিসকিয়ান সিজন ৪ পার্ট ২। যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন নেটিজেনরা। একেবারে যৌবনের রসে পরিপূর্ণ এই ওয়েবসিরিজের মজা সকলেই উপভোগ করেছেন।
আর এই ওয়েবসিরিজের মধ্যে দিয়ে উঠে এসেছে একজন ঘরের বউ কিভাবে বরকে ছেড়ে শশুরের সঙ্গে যৌনতার খেলায় মেতে উঠেছে। এই ওয়েবসিরিজে একেরপর এক উষ্ণতায় ভরা দৃশ্য উপভোগ করবেন সকলেই। শশুরের সঙ্গে বৌমার এই শারীরিক খেলা আগামীদিনে কোনদিকে মোড় নেবে তা জানতে গেলে আপনাকে এই ওয়েবসিরিজ দেখতেই হবে। তাহলে আর দেরি কিসের? আজই ullu app-এর সাবস্ক্রিপশন নিন। আর সকলের চোখের অলক্ষে চুটিয়ে মজা নিন এই ওয়েবসিরিজের।
Leave a Reply