বর্তমানে বৈদ্যুতিক স্কুটার ও গাড়ির মতন বৈদ্যুতিক সাইকেলের রমরমা বাজার ছেয়ে গিয়েছে। এই কারণে দেখা যায় একাধিক কোম্পানি তাদের কারখানায় তৈরি করছে একধিক ফিচার্স নিয়ে তৈরি বৈদ্যুতিক সাইকেল। তাই আজকের প্রতিবেদনে রইল এমন পাঁচটি বৈদ্যুতিক সাইকেলের বিস্তারিত বিবরণ যা মধ্যবিত্তদের আরও সুবিধাজনক হয়ে উঠবে। কারণ গাড়ি ও স্কুটারের তুলনায় বৈদ্যুতিক সাইকেল অনেক কম দাম ও ব্যবহারেও রয়েছে সুবিধা।
Tata Stryder Zeeta Plus: কম দামে দুর্দান্ত একটি সাইকেল এটি। এই সাইকেলে রয়েছে ৩৬V ৬AH ব্যাটারি প্যাক। এই সাইকেলের চাকা দু’টি টাটা গ্রুপের তৈরি। সাইকেলের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩-৪ ঘন্টা। সম্পূর্ণ চার্জে এটি ৩০ কিমি পর্যন্ত যেতে পারে। সাইকেলটি ১ কিলোমিটার চালাতে খরচ পড়বে ১০ পয়সা। এটির দাম ২৯,৬৫০ টাকা।
EMotorad TRex+: এটি একটি টেকসই ও শক্তিশালী সাইকেল। এই সাইকেলে রয়েছে ২৫০ ওয়াট ৩৬ ভোল্ট ব্যাটারি। ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এটির দাম ৩৯,৯৯৯ টাকা।
Hero Lectro: এই সিরিজের তিনটি সাইকেল গত বছর লঞ্চ হয়েছে। আর সেগুলি হল Hero Lectro C1, C5x এবং F1। এগুলির দাম ৩২,৯৯৯ টাকা থেকে ৩৮,৫৯৯ টাকা। সম্পূর্ণ চার্জে সাইকেলটি ৩০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। সাইকেলে রয়েছে IP67 ও IP65 ওয়াটারপ্রুফ রেটিং। এলইডি ডিসপ্লে, বিএলডিসি মোটর, আরএফআইডি কি লকিং রয়েছে।
EMotorad X1 Mountain: লম্বা সফরে যাওয়ার জন্য এটি আদর্শ বৈদ্যুতিক সাইকেল। এতে রয়েছে ৩৬V ৭.৬৫AH লিথিয়াম-আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক। সাইকেলটি সম্পূর্ণ চার্জে ৪০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। প্রতি ঘন্টায় এটি ২৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটির বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ ২৫০ ওয়াট। সাইকেলটির নিরাপত্তার জন্য রয়েছে ডিস্ক ব্রেক ও টেনসাইল স্টিল দিয়ে তৈরি ফ্রেম। এটির দাম ২৪,৯৯৯ টাকা।
Tata Stryder Voltic: এই সাইকেলটি ১ কিলোমিটার রাস্তা পার করতে খরচ হয় ৬ পয়সা। এতে রয়েছে ৪৮V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এছাড়া রয়েছে ২৫০ ওয়াট বিএলডিসি মোটর। সম্পূর্ণ চার্জে সাইকেলটি ৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সম্পূর্ণ চার্জ হতে ব্যাটারিটি সময় নেয় ৩ ঘন্টা। এটির দাম ৩৪,৯৯৫ টাকা।
Leave a Reply