বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এই সময়েই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক গাড়ি ও স্কুটার। কারণ একবার কিনে নিলে বাকি জীবনের মতন সমস্যার সমাধান। শুধুমাত্র চার্জ দিলেই মিটবে সমস্যা। টানতে হবে না জ্বালানির খরচ৷ আর তাই মানুষ বর্তমানে আকৃষ্ট হচ্ছে বৈদ্যুতিক যানবাহনের প্রতি। এবার ৪০,০০০ টাকার নীচে মিলবে স্কুটার।
এই স্কুটারটি চলে সম্পূর্ণ চার্জে ৬০ কিলোমিটার। স্কুটারে রয়েছে শক্তিশালী ২০ এএইচ ব্যাটারি। প্রতি ঘন্টায় স্কুটারটির গতিবেগ ২৫ কিলোমিটার। জানা যাচ্ছে, বৈদ্যুতিক স্কুটারে রয়েছে দুই বছরের ব্যাটারি ওয়ারেন্টি। এর সঙ্গে রয়েছে ২৫০ পাওয়ার একটি মোটর। স্কুটার ও চালকের নিরাপত্তার জন্য রয়েছে ড্রাম ব্রেক।
Detel EV Easy Plus: ডিজাইন, স্পেসিফিকেশন ও ফিচার্স মিলিয়ে স্কুটারটির দাম ৪৬,৯৯৯ টাকা। তবে ১০০০ টাকা দিয়ে কোম্পানির ওয়েব সাইটে গিয়ে স্কুটারটি বুক করতে পারবেন সকলে। এটিতে রয়েছে আন্ডারবোন ফেম যার সাহায্যে এটি রাইড করা সহজ। স্কুটারের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে রয়েছে টুইন শক সাসপেনশন রয়েছে। স্কুটারে রয়েছে ১৬ ইঞ্চি টায়ার।
Avon E Plus: এই স্কুটারে রয়েছে A ২২০ ওয়াট মোটর। সম্পূর্ণ চার্জ দিলে এটি প্রায় ৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪ থেকে ৮ ঘন্টা। স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৪ কিমি পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে। এতে রয়েছে টিউবলেস টায়ার। Avon E Plus বাজারে পাওয়া যাচ্ছে ২৫,০০০ টাকায় (এক্স-শোরুম)।
Leave a Reply