রিলায়েন্স জিও বরাবরই তাদের জনপ্রিয়তার জন্য বিখ্যাত। মোবাইল থেকে শুরু করে নানান জিনিস কম দামে বিক্রির জন্য এই সংস্থার জুড়ি মেলা ভার৷ তাই বারংবার তারা চমকে দেয় সকলকে। তেমনই এবার রিয়ালেন্স জিও একটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করল। গত ১৫ই আগস্ট ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই স্কুটারটি। তাই আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই স্কুটারে।
রিলায়েন্স জিও-এর নতুন স্কুটারে রয়েছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত প্যাক যা একবার সম্পূর্ণ চার্জ দিলে ৭৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এটি ১০টি ভিন্ন রঙে উপলব্ধ রয়েছে। জানা যাচ্ছে এছাড়া আরও একাধিক বৈশিষ্ট্য রয়েছে। জিও সংস্থার তরফে জানানো হয়েছে এটি বৈদ্যুতিক স্কুটার হিসেবে দুর্দান্ত একটি স্কুটার হতে চলেছে।
আর এটির দামও বেশ কম। জিও বরাবরের মতন এবারও দামের দিক থেকে সচেতন। জিও সংস্থার এই নতুন বৈদ্যুতিক স্কুটারের দাম মাত্র ১৯,০০০ টাকা। মোবাইলের দামে এবার স্কুটার দিতে চলেছে জিও। তবে এত সস্তা একটি স্কুটার কীভাবে কিনবেন তা জেনে নেওয়া যাক। এই বৈদ্যুতিক স্কুটার কিনতে হলে আগে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে হবে।
জিও সংস্থার ওয়েব সাইটে গিয়ে একটি আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর জিও-এর তরফে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। রেজিস্ট্রেশন নম্বরটি সংগ্রহ করে গ্রাহক তার পার্শ্ববর্তী জিও স্টোরে গিয়ে স্কুটারের দাম পরিশোধ করলেই পেয়ে যাবেন এই স্কুটার। এরপর সময় মতন পছন্দের স্কুটারটি পেয়ে যাবেন আপনি।
Leave a Reply