বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ নেই বললেই চলে। সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই স্মার্টফোন। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবকিছুর জন্যই প্রয়োজন স্মার্টফোনের। তবে মানুষ ফোন ব্যবহার তো করেন কিন্তু এই ফোন সংক্রান্ত এমন অনেক কিছুই রয়েছে যেগুলো সম্পর্কে তারা জানেন না। যেমন একটি ফোন যখন কেনা হয় তখন তার র্যাম, প্রসেসর, ক্যামেরা ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়া ভীষণই প্রয়োজনীয় হয়ে ওঠে।
কারণ, এগুলোর উপরে নির্ভর করে সেই ফোন কতদিন ব্যবহারযোগ্য হবে। এই তালিকায় রয়েছে আরও একটি নাম যেটি হলো ব্যাটারী। ভালো স্মার্টফোন কেনার অন্যতম ফিচার হলো ভালো ব্যাটারী। আর এই ব্যাটারী মাপার এককের নাম হলো mAh। সাম্প্রতিক সময়ে এখন যেসব ফোনগুলি লঞ্চ হচ্ছে সেগুলোতে আমরা শুনে থাকি যে ৫০০০ mAh ব্যাটারী রয়েছে। তবে জানেন কি mAh এর সম্পূর্ণ অর্থ কী? আসলে এর অর্থ হলো ‘মিলি অ্যাম্পিয়ার আওয়ার’।
আপনি যদি ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে ৫০০০ mAh এর ব্যাটারীযুক্ত স্মার্টফোন কেনা উচিত। কারণ, এই ফোন একবার চার্জ দিলে প্রায় ২ দিন পর্যন্ত চালু থাকে। সেক্ষেত্রে আপনি ফোনের যাবতীয় কাজ করলেও বারবার চার্জ দেওয়ার কোনো চিন্তা থাকে না। তবে এর থেকে কম শক্তিশালী ব্যাটারী যদি কেউ নেন তাহলে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এবং ফোন চার্জে বসাতে হয়।
অন্যদিকে ব্যাটারীর পাশাপাশি আরও একটি শব্দ শোনা যায়। যেটি হলো ‘ফাস্ট চার্জিং’। যেমন ধরুন যদি ৫০০০ mAh ব্যাটারীর সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে তাহলে সম্পূর্ণ চার্জ হতে সেটা সময় নেয় ৮০ থেকে ১০০ মিনিট। যার অর্থ যে ফোন কত তাড়াতাড়ি চার্জ হবে সেটি বোঝায় এই ফাস্ট চার্জিং শব্দের দ্বারা।
Leave a Reply