এবার বাজারে দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার আনতে জোরকদমে কাজ শুরু করে দিয়েছে জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘TVS’। বর্তমানে তাদের ঝুলিতে একমাত্র ইলেকট্রিক স্কুটার হিসেবে রয়েছে ‘TVS iQube’। তবে খুব শীঘ্রই এই তালিকায় জুড়তে পারে আরো একটি নাম, যেটি হলো ‘TVS Creon’। বিভিন্ন সূত্রের দাবী দুবাইতে আগামী ২৩শে আগস্ট স্কুটারটিকে প্রকাশ্যে আনা হতে পারে।
ইতিমধ্যেই স্কুটারের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এনেছিল সংস্থা। সেখান থেকে বেশ কিছু ফিচার সম্পর্কে অনুমান করা গিয়েছে। যেমন- এতে এলইডি হেডল্যাম্প থাকতে পারে। শুধু তাই নয় এতে দেওয়া হবে ব্লুটুথ কানেকশন, স্মার্টফোন কানেকশন, স্মার্টওয়াচ কানেকশন, এলইডি লাইটিং, ডিজিটাল ডিসপ্লে ইত্যাদি। এছাড়া পারফরম্যান্স দেখতে গেলে এতে ৩ ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারীপ্যাক দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হবে। সাথে থাকবে ফাস্ট চার্জিং সুবিধা। অর্থাৎ ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সেটি নেবে ১ ঘন্টারও কম সময়। যদিও এই মাইলেজ অনেকটাই কম, তবে মনে করা হচ্ছে স্কুটারটির টপ ভ্যারিয়েন্টে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে। অন্যদিকে আরও একটি অত্যাধুনিক ফিচার সম্পর্কে জানা গিয়েছে। যেটি হলো নিজের স্মার্টওয়াচ দিয়েই স্কুটারটি আনলক করতে পারবেন চালক।
সব বিষয়গুলি বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট হয় যে ‘iQube’এর থেকে অনেক বেশি ফিচার দেওয়া হবে এই স্কুটারে। যা সরাসরি প্রতিযোগিতায় ফেলবে বিদ্যমান ‘Ola S1 Pro’ এবং ‘Ather 450X’ স্কুটারদুটিকে।
Leave a Reply