যেমন দুর্দান্ত ফিচার তেমনি কম দাম, এমনভাবেই বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে ‘OLA S1 Air’। এই স্কুটারের জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বুকিং শুরু হয়ে গিয়েছে এই স্কুটারের। তবে শুধুমাত্র আগস্টের ১৫ তারিখ পর্যন্ত এই স্কুটারটি পাওয়া যাবে ১,০৯,৯৯৯ টাকায়।
এরপর সেই দাম বেড়ে দাঁড়াবে ১,১৯,৯৯৯ টাকা। যদিও প্রথমদিকে এই অফার ছিল ৩১ তারিখ পর্যন্ত। পরে এই স্কুটারের চাহিদার কথা মাথায় রেখে সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল এই অফারের সময়সীমা বর্ধিত করেছেন।
এই স্কুটারে এমন একটি মোটর ব্যবহার করা হয়েছে যেখানে ০-৪০ কিলোমিটার গতি উঠতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। এই স্কুটারটি দুর্দান্ত অভিজ্ঞতা দেবে চালককে। সম্পূর্ণ চার্জে এটি ৮৭ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটির সময় লাগে ৪.৩ ঘন্টা।
স্কুটারের সর্বাধিক গতি ৮৫ কিলো মিটার প্রতি ঘন্টা। পারফরম্যান্সের দিকটি বাদ দিলেও এতে দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে। যেমন- রিভার্স মোড, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি। এছাড়া সুরক্ষার দিকটিকে উন্নত করা হয়েছে কমবাইন্ড ব্রেকিং সিস্টেম দ্বারা।
Leave a Reply