শুধু স্কুটার বা চারচাকা নয় সাইকেলেরও বৈদ্যুতিকরণ এসেছে বহুদিন যার দৌড়ে রয়েছে Decathlon এর মত সংস্থা। নিত্য যাতায়াতের জন্য বহু মানুষ এখন ইলেকট্রিক স্কুটার বা সাইকেল ব্যবহার করছেন সেই কথা মাথায় রেখেই ব্যাটারি সাইকেল, ব্যাটারি স্কুটার এর মত গ্যাজেট সামনে আনছে Decathlon. এবার এই সংস্থায় সম্প্রতি লঞ্চ করল ই-টুরিং বাইক। স্টাইলিশ চেহারার এই দু চাকা বড় বড় মোটরসাইকেল এবং স্কুটারের মাইলেজ কেউ হার মানাবে।
Decathlon এর এই বাইকটির নাম Stilus E touring যাতে রয়েছে Bosch CX MOTOR. এই মোটর থেকে উৎপাদিত টর্ক 85 NEWTON. কোম্পানির দাবি এই বাইকের সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা। তবে গতিবেগ নিয়ে নিরাশ হবেন না কারণ এর সবচাইতে বড় চমক এর রেঞ্জ কোম্পানির দাবি এই বাইকটির ব্যাটারি ফুল চার্জ হলে ১৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। অর্থাৎ প্রতিদিনের প্রয়োজনে বা টুকটাক ঘোরাঘুরির ক্ষেত্রে দারুন অপশন হতে পারে Stilus E-touring.
ফিচারস এর কথা বললে এর সামনে ও পিছনে পাওয়া যাবে লাইটিং। eBike Flow অ্যাপ এর মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এই বাইকের তিনটি ভেরিয়েন্ট-স্মল, মিডিয়াম, লার্জ। মাঝারি ভেরিয়েন্টের কথা বললে এটি ১৪৫ কিলোগ্রাম ওজন নিতে সক্ষম। তবে হ্যাঁ বর্তমানে বাইকটি কেবল নেদারল্যান্ড জার্মানি এবং ফ্রান্সের বাজারে উপলব্ধ।
ভারতে এটি লঞ্চ হবে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে ভারতে চলতি বছর একটি নতুন ইলেকট্রিক বাহিক লঞ্চ করেছে কোম্পানি। যার নাম- Decathlon Rockrider E-ST 100. এর দাম রাখা হয়েছে ৮৪ হাজার ৯৯৯ টাকা। বৈশিষ্ট্যের কথা বললে এতে ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায় আর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি প্রতি ঘন্টা। মধ্যবিত্ত গ্রাহকদের ক্ষেত্রে এটি ভালো অপশন হতে পারে।
Leave a Reply