1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
হালকা ওজন হলেও ভারি কাজের ওস্তাদ! ১১৩ কিমি রেঞ্জ সঙ্গে আসছে Hero-র এই ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার | Newshost24 Safar - Newshost24

September 30, 2023, 11:14 am

News Headline :
স্কয়ার ফুডে সেলস অফিসার পদে চাকরি Kangana Ranaut: আগামী ডিসেম্বরে বাগদান সারবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! পাত্র কে? Jeetu Kamal: “বাচ্চা বৌকে ভুলে গেলেন?’’ জিতু কামালের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনা Hello UPI: নতুন পরিষেবা আনছে এনপিসি, ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে লেনদেন Rakhi Sawant: তৈরি হবে রাখি সাওয়ান্তের বায়োপিক, রাখির চরিত্রে থাকবেন আলিয়া ভাট Social Media Guidelines: সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে নতুন বিল কেন্দ্রের, তথ্যের উপর থাকবে কড়া নজর Hair fall: মেনে চলুন এই টিপস, দূর হবে চুল পড়ার সমস্যা Subject after Madhyamik: মাধ্যমিকে না থাকলেও, উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ রাজ্যের পড়ুয়াদের Kanchan Mallick: কাঞ্চন মল্লিক প্রথম জীবনে ৯০০ টাকার বিনিময়ে সেলুনে ম্যানেজারের কাজ করেছেন ATM Card: এটিএম কার্ড রয়েছে? মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ, কীভাবে জেনে নিন

হালকা ওজন হলেও ভারি কাজের ওস্তাদ! ১১৩ কিমি রেঞ্জ সঙ্গে আসছে Hero-র এই ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার | Newshost24 Safar

হালকা ওজন হলেও ভারি কাজের ওস্তাদ! ১১৩ কিমি রেঞ্জ সঙ্গে আসছে Hero-র এই ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার | Newshost24 Safar

হালকা ওজন হলেও ভারি কাজের ওস্তাদ! ১১৩ কিমি রেঞ্জ সঙ্গে আসছে Hero-র এই ঝাক্কাস ইলেকট্রিক স্কুটার | Sangbad Safar
হালকা ওজন হলেও ভারি কাজের ওস্তাদ! ১১৩ কিমি রেঞ্জ সঙ্গে

ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম ভীড়ে মধ্যবিত্তে মুশকিল আসান হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের মত বিক্রি না হলেও একটা বড় সংখ্যায় প্রতিমাসে কেনাবেচা চলছে ইলেকট্রনিক্স স্কুটারের। সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক স্কুটারের এই ব্যাপক চাহিদা লক্ষ্য করেই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নিয়ে আসছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটার। বাজারের এইদিকের কথা মাথায় রেখেই প্রতিযোগিতার বাজারে নিজেদের জমি শক্ত করতে আগামী দিনে এক সঙ্গে একাধিক বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করে ফেলেছে হিরো।

এই মুহূর্তে হিরো যে ইলেকট্রিক স্কুটার দুটি নিয়ে চর্চা চলছে তার নাম হলো HERO OPTIMA CX 2.0/CX 5.0 ও Hero NYX CX 2.0/CX 5.0.বর্তমানে যে বাজার চালিত ইলেকট্রিক স্কুটার আছে সেগুলির লুক মোটামুটি প্রত্যেকটাই গড়পরতা। কিন্তু রিপোর্ট বলছে আগামী দিনে গ্রাহকরা নতুন ডিজাইন ও নতুন লুক পেতে চলেছে হিরোর হাত ধরে। সেই সাথে থাকবে অত্যাধুনিক ফিচারস ও ভালো মাইলেজ। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তা এই প্রতিবেদনে ধরা হলো।

HERO OPTIMA CX 2.0/CX 5.0 এটি হিরো অপটিমার একটি আপগ্রেডেড মডেল। লুকের দিক থেকে এক রাখা হলেও ব্যাটারি ও মোটরে পরিবর্তন আনা হবে। দুটি মডেল এ পাওয়া যাবে এই স্কুটারটি প্রথমটি CX 2.0 ও অপরটি CX 5.0. এতে মিলবে ১.৯ কিলোওয়াট বিএলডিসি মোটর। CX 2.0 একটি দু কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ আসবে যা ৮৯ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম হবে। অপরদিকে CX 5.0 মডেলটিতে তিন কিলোওয়াট ব্যাটারি প্যাক অফার করা হবে আর সম্ভাবনা বলছে এটি রেঞ্জ দেবে ১১৩ কিলোমিটার।

Hero NYX CX 2.0/CX 5.0- পণ্য বহন করার কথা ভেবেই এই মডেলটিকে ডিজাইন করা হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারে আপনাকে একটি মোটর এবং ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১.৯ কিলোওয়াট বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। আর Optima CX 2.0 ও CX 5.0 এর মতোন এতেও যথাক্রমে দু কিলোওয়াট ব্যাটারি প্যাক ও তিন কিলোওয়াট ব্যাটারি প্যাক অফার করা হবে। দুটির মাইলেজ হতে পারে যথাক্রমে ৮৯ ও ১১৩ কিলোমিটার।


#হলক #ওজন #হলও #ভর #কজর #ওসতদ #১১৩ #কম #রঞজ #সঙগ #আসছ #Heroর #এই #ঝককস #ইলকটরক #সকটর #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews