ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম ভীড়ে মধ্যবিত্তে মুশকিল আসান হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটার। জ্বালানি চালিত স্কুটারের মত বিক্রি না হলেও একটা বড় সংখ্যায় প্রতিমাসে কেনাবেচা চলছে ইলেকট্রনিক্স স্কুটারের। সাম্প্রতিক সময়ে ইলেকট্রিক স্কুটারের এই ব্যাপক চাহিদা লক্ষ্য করেই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নিয়ে আসছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটার। বাজারের এইদিকের কথা মাথায় রেখেই প্রতিযোগিতার বাজারে নিজেদের জমি শক্ত করতে আগামী দিনে এক সঙ্গে একাধিক বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করে ফেলেছে হিরো।
এই মুহূর্তে হিরো যে ইলেকট্রিক স্কুটার দুটি নিয়ে চর্চা চলছে তার নাম হলো HERO OPTIMA CX 2.0/CX 5.0 ও Hero NYX CX 2.0/CX 5.0.বর্তমানে যে বাজার চালিত ইলেকট্রিক স্কুটার আছে সেগুলির লুক মোটামুটি প্রত্যেকটাই গড়পরতা। কিন্তু রিপোর্ট বলছে আগামী দিনে গ্রাহকরা নতুন ডিজাইন ও নতুন লুক পেতে চলেছে হিরোর হাত ধরে। সেই সাথে থাকবে অত্যাধুনিক ফিচারস ও ভালো মাইলেজ। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তা এই প্রতিবেদনে ধরা হলো।
HERO OPTIMA CX 2.0/CX 5.0 এটি হিরো অপটিমার একটি আপগ্রেডেড মডেল। লুকের দিক থেকে এক রাখা হলেও ব্যাটারি ও মোটরে পরিবর্তন আনা হবে। দুটি মডেল এ পাওয়া যাবে এই স্কুটারটি প্রথমটি CX 2.0 ও অপরটি CX 5.0. এতে মিলবে ১.৯ কিলোওয়াট বিএলডিসি মোটর। CX 2.0 একটি দু কিলোওয়াট ব্যাটারি প্যাক সহ আসবে যা ৮৯ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম হবে। অপরদিকে CX 5.0 মডেলটিতে তিন কিলোওয়াট ব্যাটারি প্যাক অফার করা হবে আর সম্ভাবনা বলছে এটি রেঞ্জ দেবে ১১৩ কিলোমিটার।
Hero NYX CX 2.0/CX 5.0- পণ্য বহন করার কথা ভেবেই এই মডেলটিকে ডিজাইন করা হয়েছে। এই বৈদ্যুতিক স্কুটারে আপনাকে একটি মোটর এবং ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ১.৯ কিলোওয়াট বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। আর Optima CX 2.0 ও CX 5.0 এর মতোন এতেও যথাক্রমে দু কিলোওয়াট ব্যাটারি প্যাক ও তিন কিলোওয়াট ব্যাটারি প্যাক অফার করা হবে। দুটির মাইলেজ হতে পারে যথাক্রমে ৮৯ ও ১১৩ কিলোমিটার।
Leave a Reply