September 30, 2023, 10:57 am
রিয়েলমি আন্তর্জাতিক বাজারে নিজেদের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি করে চলেছে। আর তাই একের পর এক সিরিজের স্মার্টফোন তারা লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হল C51 স্মার্টফোন। এবার তারা ‘X’ সিরিজের নতুন মোবাইল লঞ্চ করেছে। ৬ই সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হল Realme narzo 60x 5G। এর সঙ্গে Realme Buds T300 লঞ্চ করেছে বলে জানা গিয়েছে।
৬ই সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোন। স্মার্টফোনের পাশাপাশি এই ইভেন্টে পেশ করা হয়েছিল Realme Buds T300। তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই স্মার্টফোনে। Realme Narzo 60x 5G স্মার্টফোনটি একটি ৫জি মোবাইল। তাই এতে ৫জি কানেক্টিভিটি পাওয়া যাবে।
এর পাশাপাশি মোবাইলে রয়েছে ৬.৭২ ইঞ্চি পাঞ্চ হোল ডিসপ্লে এবং সেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এটির রেজোল্যুশন ১০৮০×২৪০০ পিক্সেল। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ৬১০০+ মিডিয়াটেক ডাইমেনসিটি অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-তে রান করে। এর সঙ্গে ক্যামেরা রয়েছে দুর্দান্ত।
স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। এর সঙ্গে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা৷ মোবাইলে ব্যাটারি রয়েছে ৫০০০ এমএএইচ ও তাতে ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
#হলক #সবজ #রঙর #মইনড #বলই #সমরটফন #লঞচ #করল #Realme #দম #মতর #১৩ #হজর #টক #Newshost24 #Safar
Leave a Reply