গাড়ির দুনিয়ায় একটি জনপ্রিয় নাম হল বাজাজ। একাধিক আকর্ষণীয় ডিজাইনের গাড়ি নিয়ে তারা হাজির হয়। তেমনই এবার একটি বৈদ্যুতিক স্কুটারের উপর বাজাজ দিচ্ছে ফেস্টিভ্যাল অফার। জানা যাচ্ছে, এই ফেস্টিভ্যাল মরশুমে বাজাজ-এর চেতক গাড়িটির উপর ছাড় দেওয়া হচ্ছে। এই উৎসবের মরশুমে ১৪,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে চেতকের উপর। বাজাজের তরফে জানানো হয়েছে এই অফারটি বৈধ স্বল্প সময়ের জন্য। তবে কতদিন তা তারা উল্লেখ করেনি।
এটি একসময়ের বেশ জনপ্রিয় ও ব্যয়বহুল স্কুটার। বৈদ্যুতিক হওয়ায় মানুষের কাছে বেশ জনপ্রিয় এটি। স্কুটারটির উপর ডিসকাউন্ট চলায় এটির দাম থেকে অনেকটা কমে গিয়েছে। অ্যাথার ৪৫০ এক্স গাড়িটির দাম শুরু ১.৩৮ লক্ষ টাকা থেকে। কেউ এটির প্রো প্যাক কিনলে তার দাম দাম পড়বে ১.৪৭ লক্ষ টাকা। এটির এস ভ্যারিয়েন্টের দাম ১.৪০ লক্ষ টাকা ও ভিডা ভি ১ প্রো-এর দাম ১.৪৬ লক্ষ টাকা।
বাজাজের চেতক গাড়িটির উপর ছাড় দেওয়ায় এটির দাম অনেকটাই কমে গিয়েছে। তবে এবার জেনে নেওয়া যাক কি কি সুবিধা রয়েছে এই স্কুটারে। রয়েছে মোবাইল কানেক্টিভিটি। যার ফলে আরোহী এই গাড়িতে যাত্রা করার সময় তার স্মার্টফোনটি কানেক্ট করতে পারবেন। এছাড়া গাড়িতে রয়েছে ব্রাশলেস ডিসি মোটর৷
মোটরটি ৪.০৮ কিলোওয়াট শক্তি ও ১৬ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া বাজাজের চেতকে রয়েছে ৬০.৩ এএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। গাড়িটি ইকো মোডে ১০৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম বলে জানিয়েছে সংস্থা। এটির গতি প্রতি ঘন্টায় ৬৩ কিলোমিটার।
Leave a Reply