মোটরসাইকেলের তুলনায় স্কুটারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে দেশে ভারতের নানা নামের বিভিন্ন স্কুটার লঞ্চ হচ্ছে আর তাতে যুক্ত হচ্ছে নানান সুবিধা। শুধু তাই নয় দেশে এখন জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক স্কুটার। পেট্রোল চালিত গাড়ি ছেড়ে অনেকেই পছন্দ করছেন পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার গুলিকে। আর এবার সম্প্রতি TVS MOTOR কোম্পানি দ্বিতীয় বৈদ্যুতিক স্কুটার উন্মোচন করেছে যা TVS X নামে পরিচিত।
জানা যাচ্ছে এই উদ্ভাবনী স্কুটারটি শক্তিশালী TVS XLETON প্ল্যাটফর্মের উপর নির্মিত যা এর উচ্চশক্তির এলুমিনিয়াম কম্পোজিশনের জন্য বিখ্যাত। বৈশিষ্ট্যের কথা বললে এর মধ্যে রয়েছে নেভিগেশন সিস্টেম, ইভি চার্জিংগুলি শনাক্ত করার জন্য একটি ম্যাপিং প্রক্রিয়া, real time vehicle location sharing এবং আরো অনেক কিছু।
TVS X এ হুডের নীচে একটি এয়ারকুল্ড মোটর অন্তর্ভুক্ত রয়েছে যা বিভিন্ন ড্রাইভিং পরিস্থিতিতে কার্যকরী শীতলতা প্রদান করে। কোম্পানির দাবি এটি ১০৫kmph এর সর্বোচ্চ গতি অর্জন করতে সক্ষম। এই স্কুটারে আপনি পেয়ে যাবেন তিনটি ড্রাইভিং মোড- stealth, Xtride, Xonic.
চালিকাশক্তি কথা বলা হলে এতে ৩.৮kwh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে 3kw চার্জার যার ফলে এক ঘন্টার মধ্যে ০-৫০% রিচার্জ হয়। পাশাপাশি নিরাপত্তার দিকেও লক্ষ্য রাখা হয়েছে। সেই জন্য অত্যাধুনিক এবিএস সিস্টেম ও ব্রেকিং দেওয়া হয়েছে।
মূল্য- TVS X এর প্রারম্ভিক মূল্য 2.49 লক্ষ টাকা। উল্লেখ্য কোম্পানি ১৬২৭৫ টাকা মূল্যের একটি পোর্টেবল ৯৫০w চার্জার অফার করছে। সাথে একটি 3kw স্মার্ট হোম চার্জার এর বিকল্প রয়েছে। কোম্পানির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই গাড়ির বুকিং এখন চলছে তবে ডেলিভারি শুরু হবে চলতি বছরের নভেম্বরে।
Leave a Reply