অনলাইন ক্লাস বা ওয়ার্ক ফ্রম এর দৌলতে বর্তমানে ল্যাপটপ বেশ প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও দামের কারণে এটি কিনে উঠতে পারেন না অনেকে। আপনিও কি একটি ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন কিন্তু বিভিন্ন কারণবশত কিনে উঠতে পারছেন না! তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর।
flipkart amazon এর মতো ই-কমার্স এর নাম জানলেও অনেকের কাছে অজানা যে এরকমই সরকারি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে। যেখানে অনেকটা কম দামে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসা হয়। সরকারি এই ই-কমার্স ওয়েবসাইটের নাম গভারমেন্ট ই-মার্কেটপ্লেস বা GeM.
এই মুহূর্তে আপনি ১৪ ইঞ্চির চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাবেন সাধারণ মূল্যের থেকে অনেকটা কম দামে। চলুন দেখে নেওয়া যাক কোন সেই ল্যাপটপ কি তার ফিচারস-
অফার- ল্যাপটপ -Acer intel core i5 Laptop সাধারণত এই ল্যাপটপটির দাম থাকে ১,১৮,০০০ টাকা। কিন্তু GeM থেকে আপনি এটি পেয়ে যাবেন মাত্র ১১৮০০ টাকায়। কোন এক্সচেঞ্জ ভ্যালু বা ব্যাংকের অফারের গল্প নেই সরাসরি এই অফার পেয়ে যাবেন আপনি।
কেন এই ছাড়- আসলে এর পরবর্তী প্রজন্মের ল্যাপটপ কয়েকদিন আগেই নিয়ে এসেছে সংস্থাটি আর Acer intel core i5 Laptop এর কয়েকটি মাত্র স্টক রয়েছে। তাই অফার পেতে হলে দেরি করা চলবে না।
ল্যাপটপের বিশেষত্ব– ফিচার ও স্পেসিফিকেশন এর দিক থেকে এই প্রসেসরে দেওয়া হয়েছে intel core i5 প্রসেসর। window 11 সাপোর্টেড এই ল্যাপটপে পাবেন 8gb পর্যন্ত ram এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ। সব থেকে বড় বিষয় ল্যাপটপটি কেনার পর আপনি তিন বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি ও তিন বছরের অন সাইট ওয়ারেন্টি পেয়ে যাবেন।
Leave a Reply