এবার ১৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে আপনি কিনে ফেলতে পারেন ‘iPhone 14’! কারণ, এমনই অফার আনা হয়েছে ‘Amazon’এর তরফ থেকে। আসলে সম্প্রতি সেখানে শুরু হয়েছে ‘গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল’। যা চলবে ৯ই আগস্ট পর্যন্ত।
এই সেলে একাধিক জিনিসের ওপর অফার দেওয়া হবে। সেরকমই অফার পেয়ে যাবেন ‘iPhone 14’তে। বর্তমানে এই ফোনের ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি মডেলের দাম যথাক্রমে ৭৯,৯০০ টাকা, ৮৯,৯০০ টাকা এবং ১,০৯,৯০০ টাকা।
তবে আপনি এই অফারের আওতায় ফোনগুলি কিনতে পারবেন ৬৬,৯৯৯ টাকা, ৭৭,৯৯৯ টাকা এবং ৯৪,৯৯৯ টাকায়। এখানেই শেষ নয়, যারা এসবিআই’এর ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তারা আরো ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।
ফিচার্স:
এই ফোনটি মূলত ৬টি রঙে উপলব্ধ রয়েছে। যদি আমরা ফিচার দেখি তাহলে এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে A15 বায়োনিক চিপ। রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে এতে পেয়ে যাবেন ৩২৭৯ mAh ব্যাটারী। এছাড়াও ফাইভ-জি কানেকশন পাবেন এই ফোনে।
Leave a Reply