পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে অনেকেই ইলেকট্রিক স্কুটার কিনতে শুরু করেছেন। বিশেষত বিগত কয়েক মাস ধরে দেশের বাজারে বেড়েছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। আপনিও এই মুহূর্তে একটি ইলেকট্রিক স্কুটারের খোঁজ করছেন! একদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধিতে জেরবার অপরদিকে আবার নতুন স্কুটার কেনার ঝক্কি..ভাবছেন তো কি উপায়? তাহলে আজকের এই প্রতিবেদন আপনারই জন্য।
হঠাৎ করে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে খরচের পরিমান চিন্তারই বিষয়। তবে এই চিন্তা থেকে মুক্তি দিতে পারে এই প্রতিবেদন। আপনি যদি এমন অবস্থায় থাকেন তাহলে আপনার কাছে যে স্কুটার বা বাইক রয়েছে তাকে ইলেকট্রিক যানবাহনের রূপান্তর করতে পারবে। হ্যা এমনটাও সম্ভব যেখানে খুব সহজে আপনার নিজের স্কুটারটিকে করে তুলতে পারবেন বৈদ্যুতিক চালিত স্কুটার।
সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানি আগে থেকে কিনে রাখা বাইক স্কুটার গাড়ির জন্য ইলেকট্রিক কনভারশন কিট নিয়ে কাজ করছে। আপনার কাছে থাকা স্কুটার বা বাইকে যদি আপনি এই কিটটি ইন্সটল করেন সেক্ষেত্রে ১০০ কিলোমিটার রেঞ্জের সফর করতে আপনার খরচ পড়বে মাত্র 5 থেকে 10 টাকা।
ইতিমধ্যে মুম্বাইয়ে অবস্থিত EV start up GoGoA1 একটি ইলেকট্রিক কনভার্শন কিট লঞ্চ করেছে যার মাধ্যমে যে কোন বাইক স্কুটারকে ইলেকট্রিক গাড়ি করে তুলতে পারবেন। জানা যাচ্ছে এই কিট বসানোর পর ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া।
দাম- কোম্পানির পোর্টাল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী Honda জনপ্রিয় Activa scooter এর ক্ষেত্রে এই কনভার্শন কিটটি পাওয়া যাবে ৬০ হাজার টাকায়। কোম্পানির দাবি এই কিট ইনস্টল করা হলে ওই স্কুটার ৬০ কিলোমিটার যেতে সক্ষম হবে। এছাড়াও একটি বড় ব্যাটারির সাথে এটি যদি বাইকে ইন্সটল করা যায় সে ক্ষেত্রে ১৫১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যেতে পারে।
Leave a Reply