স্মার্টফোনের দুনিয়ায় ধীরে ধীরে নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Oukitel’। সম্প্রতি তারা একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এসেছে গ্রাহকদের জন্য, যেটির নাম ‘Oukitel C35’। এই ফোনের ডিজাইন যেমন নজরকাড়া, তেমনি পারফর্ম্যান্সও চোখে পড়ার মতোন। আজ আমরা এই ফোনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এই প্রতিবেদনে
ফিচার: এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। যা ভিডিও দেখা বা ছবি দেখার ক্ষেত্রে বেশ ভালো অভিজ্ঞতা দেয়।
ফোনটি চালিত হয় অ্যন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা। প্রসেসর হিসেবে তাতে রয়েছে octacore Unisoc Tiger T616। র্যাম দেখতে গেলে এতে পাবেন ১২ জিবি, যেটিকে ২৪ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়াও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফলে আপনি ফোনে প্রচুর ছবি, ভিডিও-সহ অন্যান্য ডেটা সংরক্ষণ করতে পারবেন।
ক্যামেরা দেখতে গেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একইসাথে এতে ৫১৫০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা স্ট্যান্ডবাই মোডে ২৮০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ফলে আপনি অনেকটা সময় ফোন ব্যবহার করতে পারবেন।
ফোনটি আপনি সংস্থার ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এই ফোনের দাম রয়েছে ১৯৯ ডলার। তবে সংস্থার একটি কুপন কোডের মাধ্যমে ২০ শতাংশ ডিসকাউন্টে সেটি ১৫৯.২ ডলারে কিনতে পারবেন। যার দ্বারা এটাই স্পষ্ট যে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুযোগ রয়েছে কোনটি কেনার জন্য।
Leave a Reply