September 25, 2023, 3:33 pm
ভীড় ও যানজট এড়িয়ে সময় মতন গন্তব্যে পৌঁছোতে অনেকেই হিমসিম খান৷ তা গাড়ি হোক কিংবা স্কুটার। আর এই জায়গায় যদি থাকে বৈদ্যুতিক সাইকেল তবে সেই পথ আরও সুগম হয়। তাই অনেকেই বর্তমানে বৈদ্যুতিক সাইকেলের প্রতিও নজর দিচ্ছেন। আর তাই সাইকেল তৈরির সংস্থাগুলি তাদের কারখানায় তৈরি করছে একাধিক বৈদ্যুতিক সাইকেল। বৈদ্যুতিক গাড়ি বা সাইকেল কেনার পিছনে এটির মাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যত বেশি মাইলেজ তত জনপ্রিয়তা। এদিকে গাড়ির তুলনায় সাইকেলের দামও কম তাই মানুষ বেশি আকৃষ্ট হয়৷ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সাইকেল বেশ সুবিধাজনক একটি যান।
টাটা সংস্থার সাইকেল: গাড়ির দুনিয়ায় টাটা সংস্থার জনপ্রিয়তা বহুকাল। এই সংস্থার মালিকানাধীন একটি ব্র্যান্ড Stryder ভারতে বৈদ্যুতিক সাইকেল বিক্রি করে। আর সেই সাইকেল হল Tata Stryder Zeeta, Tata Stryder Max সহ ইত্যাদি সাইকেল। এই সাইকেল ব্যবহার করলে খরচও যেমন কম হয় তেমনই এটি ব্যবহার করাও বেশ সুবিধাজনক।
Max বৈদ্যুতিক সাইকেল ১ কিলোমিটার পথ গেলে খরচ হয় ৭ পয়সা। দিনে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ গেলে খরচ হবে ৫ টাকার কম৷ সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৩ ঘন্টা এবং সম্পূর্ণ চার্জে ৩০-৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে এই বৈদ্যুতিক সাইকেল। এই বৈদ্যুতিক সাইকেলের দাম ২৬,৯৯৫ টাকা থেকে ২৯,৯৯৫ টাকা।
হিরো সংস্থার সাইকেল: হিরো সংস্থা ভারতের বাজারে রাজ করছে বহু বছর ধরে। এই সংস্থার একটি বৈদ্যুতিক সাইকেল হল Hero Lectro। এই সিরিজের একাধিক বৈদ্যুতিক সাইকেল রয়েছে। সাইকেলগুলি ৪০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এগুলির দাম ৩০,০০০ টাকা৷ যারা নিয়মিত যাতায়াত করেন কাছেপিঠে তাদের জন্য আদর্শ সাইকেল এটি। এছাড়া ভারতের বাজারে রয়েছে EMotorad, Decathlon একাধিক সংস্থা যারা বৈদ্যুতিক সাইকেল বিক্রি করে।
#১ #কম #যত #খরচ #মতর #৭ #পয়স #বসটরনর #ভড় #এড়ত #কনন #এই #দই #ইলকটরক #সইকল #দম #খবই #কম #Newshost24 #Safar
Leave a Reply