বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের প্রতি মানুষের ঝোঁক ক্রমে বেড়েই চলেছে। আর তাই একের পর এক সংস্থা তাদের কারখানায় তৈরি করছে বৈদ্যুতিক গাড়ি, সাইকেল, স্কুটার। ধীরে ধীরে মানুষ পরিবেশ বান্ধব যানের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর তার রয়েছে একটি বিশেষ কারণ।
জ্বালানি তেলের উত্তরোত্তর দাম বৃদ্ধির ফলে এই পরিবর্তন দেখা দিয়েছে। এবার একটি বৈদ্যুতিক সাইকেল প্রস্তুতকারক সংস্থা স্ট্রাইডার জেটা ম্যাক্স একটি সাইকেল লঞ্চ করেছে। জানা যাচ্ছে, এই সাইকেলটির দাম ৩০,০০০ টাকা রাখা হয়েছে।
সাইকেলে রয়েছে একটি ৩৫ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা। সাইকেলের প্যাডেলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট টেকনোলজি। যার ফলে সাইকেল আরোহী সহজেই সাইকেলটি অসমান রাস্তায় নির্বিঘ্নে চালাতে পারেন।
সাইকেলে রয়েছে এলইডি ডিসপ্লে, নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক। সাইকেলটি এক কিলোমিটার চালাতে খরচ হবে ৭ পয়সা। সাইকেলের ব্যাটারিটিও বেশ শক্তিশালী ও ভালো। সম্পূর্ণ চার্জ দিলে সাইকেলটি ৩৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে।
Leave a Reply