একদিকে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দাম অপরদিকে পরিবেশ দূষণ এমন অবস্থায় এই দুই-এর হাত থেকে মুক্তি পেতেই বিকল্প পথ হিসেবে উঠে এসেছিল ইলেকট্রিক গাড়ির কথা। আর এই তালিকায় নজর কেড়েছে বাজাজ। চলতি বছর মার্চেই Bajaj Cehtak দুটি বেস এবং প্রিমিয়াম লঞ্চ করেছিল। সম্প্রতি বাজাজ এবার তাদের চেতক স্কুটার সম্পর্কে একটি আপডেট ঘোষণা করেছে।
যারা এই মুহূর্তে গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য দারুন খবর। বাজাজ চেতকের বেস ভেরিয়েন্টের দাম ছিল ১.২২লক্ষ টাকা আর প্রিমিয়াম ভেরিয়েন্টের দাম ছিল ১.৫২লক্ষ টাকা। বর্তমানে বেস ভেরিয়েন্টটি বন্ধ করা হলেও প্রিমায়াম ভেরিয়েন্টের ওপর দারুন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ২২০০০ এর ছাড় পাওয়া যাচ্ছে এতে ফলে দাম দাঁড়াচ্ছে 1.3 লাখ টাকা।
বৈশিষ্ট্য- বাজাজ চেতক ২০২৩ ইলেকট্রিক স্কুটারের প্রিমিয়াম সংস্করণের কথা বলা হলে এটিতে যেমন প্রিমিয়াম উপকরণ ব্যবহার করা হয়েছে তেমন এলিগেন্ট লুক বজায় রাখা হয়েছে। তিনটি রংয়ের বিকল্পে পাওয়া যায় এটি। এর একটি স্ট্যান্ড আউট বৈশিষ্ট্য হলো বিস্তৃত রঙের এলসিডি কনসোল।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলা হলে এতে প্রিমিয়াম টু টোনড সিট, বডি কালার রিয়ার ভিউ মিরর, সাটিন ব্ল্যাক গ্র্যাব রেল উপস্থিত। ২০২৩ চেতক তার অল মেটাল বডি, দক্ষ অনবোর্ড চার্জার বৈশিষ্ট্য গুলি ধরে রেখেছে।
বাজাজ অটোর এক্সিকিউটিভ ডিরেক্টর জানিয়েছেন তাদের ইভি সাপ্লাই চেনের ওপর ভিত্তি করে স্কেলিং আপ পর্ব শুরু হয়েছে। আর সংস্থার আশা চেতকের নতুন প্রিমিয়াম ২০২৩ সংস্করণটি একটি নির্ভরযোগ্য পছন্দ হয়ে উঠবে গ্রাহকদের।
Leave a Reply